• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২২, ১১:৫৬ এএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২৫, ২০২২, ১১:৫৬ এএম

পটুয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক নিহত

পটুয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক নিহত

পটুয়াখালীর কলাপাড়ায় পাম্প দিয়ে পুকুর সেচে মাছ ধরতে গিয়ে সাকিব প্যাদা (২৭) নামে এক যুবক বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন। 

রবিবার (২৪ এপ্রিল) দুপুর দেড়টায় উপজেলার বালিয়াতলী ইউনিয়নের বড় বালিয়াতলী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত সাকিব বড় বালিয়াতলী এলাকার আবুল খায়ের প্যাদার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশের একটি পুকুরে মাছ ধরার উদ্দেশে বিদ্যুৎ চালিত সেচ পাম্প দিয়ে পানি সেচ করছিলেন সাকিব প্যাদা। পাম্প পানিতে পরে গেলে সাকিব পানি থেকে তুলতে গেলে হঠাৎ করে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পরেন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাকিবের চাচা আবুল কালাম জানান, পুকুরটি মূলত সরকারি পুকুর। এটি আমাদের বাড়ির সামনের মাদ্রাসার নামে বন্দোবস্ত নেয়া। পরে আমরা মাদ্রাসা থেকে পুকুরটি লিজ নিয়ে মাছের ব্যবসা শুরু করি। মাছ ধরার জন্য এ পুকুরটি সেচ করতে গিয়ে আমার ভাতিজা বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছে।  

কলাপাড়া থানার ওসি মো. জসিম যুবকের বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

জাগরণ/আরকে