• ঢাকা
  • বুধবার, ০১ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ২, ২০২২, ১২:৫৯ পিএম
সর্বশেষ আপডেট : মে ২, ২০২২, ১২:৫৯ পিএম

কুমিল্লায় সড়কে সড়কে পুলিশের তল্লাশি

কুমিল্লায় সড়কে সড়কে পুলিশের তল্লাশি
ছবি- জাগরণ।

কুমিল্লা সিটি করপোরেশন নিবার্চন ও পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে কুমিল্লা নগরীর বিভিন্ন পয়েন্টে পুলিশের অভিযান পরিচালনা করা হয়।

আজ সোমবার (০২ মে) নগরীর বিভিন্ন পয়েন্ট কুমিল্লা জেলা সহকারী কমিশনার সোনিয়ার নেতৃত্বে কুমিল্লা জেলা পুলিশের সহযোগিতার বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ সোহান সরকার।

এসময় মোটরসাইকেলে অতিরিক্ত যাত্রী বহন ও মোটরসাইকেলের কাগজপত্র না থাকায় ৭জনকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়। 

তাছাড়াও, ঈদকে কেন্দ্র করে নগরীর যানযট নিরসনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সোহান সরকার বলেন, সিটি নির্বাচনকে সামনে রেখে আমাদের নিয়মিত অভিযান চলবে। এছাড়া ঈদকে সামনে রেখে আমাদের সাদা পোশাকের পুলিশ সারা শহরে মোতায়ন করা হয়েছে।

 

এসকেএইচ//