• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০১৯, ০২:১৭ পিএম

গাজীপুরে গণপিটুনিতে দুই গরু চোর নিহত

গাজীপুরে গণপিটুনিতে দুই গরু চোর নিহত

 

গাজীপুরের কালিয়াকৈর থেকে গণপিটুনিতে নিহত দুই গরু চোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় উপজেলার বরিয়াবহ গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তিরা হলেন- কবির হোসেন ও জিল্লুর রহমান। তাদের পূর্ণাঙ্গ পরিচয় এখনও পাওয়া যায়নি।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন মজুমদার জানান,  কালিয়াকৈর উপজেলার নওলা গ্রামের শাহজাহান এবং মোহন আলীর বাড়ি থেকে ট্রাকযোগে ৬টি গরু চুরি করে। পরে তারা পার্শ্ববর্তী বরিয়াবহ গ্রামের সামাদ আলীর বাড়িতে গরু চুরি করতে যায়। এ সময় বাড়ির লোকজন উপস্থিতি টের পেয়ে চিৎকার করলে গ্রামবাসী জমা হয়। পরে তারা স্থানীয় একটি মসজিদের মাইকে ঘোষণা দিলে লোকজন চোরদের ধাওয়া করে। এ সময় তারা ২ চোরকে আটক করলেও অন্য চোরেরা ট্রাকসহ গরু নিয়ে পালিয়ে যায়। পরে উত্তেজিত লোকজন আটককৃত চোরদের গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। 

খবর পেয়ে পুলিশ শনিবার বেলা ১১ টার দিকে লাশ উদ্ধার করে। নিহতদের লাশ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এএস/