• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ৭, ২০২২, ০৮:৪৬ পিএম
সর্বশেষ আপডেট : জুন ৭, ২০২২, ০৮:৪৬ পিএম

জোনায়েদ সাকির ওপর হামলা

জোনায়েদ সাকির ওপর হামলা

চট্টগ্রামে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির ওপর হামলা করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুন) বিকেল পৌনে ৬টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৬নং ওয়ার্ডের সামনে কিছু সংখ্যক যুবক তাকে মারধর করেন।

জানা গেছে, আজ মঙ্গলবার জোনায়েদ সাকি চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিদুর্ঘটনায় আহতদের দেখতে আসনে। হামলার পর চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এই হামলার জন্য ছাত্রলীগকে দায়ী করে জোনায়েদ সাকি জানান, আজ মঙ্গলবার সকালে আমরা সীতাকুণ্ড গিয়েছিলাম। এরপর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের দেখতে যাই। আমরা যখন গাড়িতে উঠি তখন তারা গাড়িতে হামলা করে। আমি গাড়িতে ছিলাম। ইট দিয়ে হামলা করেছে। নেতাকর্মীদের গাড়ি থেকে নামিয়ে তাদের ওপর হামলা করেছে। এতে আমাদের ২০ জন আহত হয়েছেন। আমাদের সাতটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা এ সময় হামলার শিকার হয়েছেন।