• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২২, ১২:০০ এএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ১৬, ২০২২, ১২:০০ এএম

রোহিঙ্গা ক্যাম্পে মুখোশ পরে ২ মাঝিকে কুপিয়ে হত্যা

রোহিঙ্গা ক্যাম্পে মুখোশ পরে ২ মাঝিকে কুপিয়ে হত্যা
ফাইল ফটো

কক্সবাজারের উখিয়ার তাজনিমারখোলা ক্যাম্পে মুখোশ পরে দুইজন মাঝিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে তাজনিমারখোলার ১৩ নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ৮-আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার  ফারুক আহমেদ। 

নিহতরা হলেন— ক্যাম্প ১৩ এর এফ ব্লকের হেড মাঝি মোহাম্মদ আনোয়ার (৩৮) ও একই ক্যাম্পের এফ/২ ব্লকের সাব মাঝি মৌলভী মোহাম্মদ ইউনুস (৩৭)। 

৮-আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ জানান, সন্ধ্যায় হঠাৎ ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ঢুকে দুই মাঝিকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই ক্যাম্পের সাব-মাঝি মো. ইউনুস নিহত হন। আহত অবস্থায় আরেক মাঝি আনোয়ারকে উদ্ধার করে দাতা সংস্থার হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। দুর্বৃত্তদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।’

তাজনিমারখোলা  ক্যাম্পের বাসিন্দা আলিম উল্লাহ জানান, ‘চারজন মুখোশধারী লোক এসে হঠাৎ কোমর  থেকে ধারালো অস্ত্র বের করে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। হামলাকারীরা ‘আরসা’ বাহিনীর সদস্য হতে পারে।’

তিনি জানান, ‘মাঝিরা সে সময় ক্যাম্পের স্বেচ্ছাসেবীদের দায়িত্ব ভাগ করে খোঁজ খবর নিচ্ছিল। এমন সময় এ ধরনের ঘটনা ঘটে। দিন দিন ক্যাম্পের অবস্থা খারাপের দিকে যাচ্ছে। আমরা আতঙ্কে রয়েছি।’

জাগরণ/স্বদেশ/এমএ