• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০১৯, ০৯:২৫ পিএম

মুন্সীগঞ্জে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ

মুন্সীগঞ্জে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ

 

মুন্সীগঞ্জ জেলা মৎস অফিসের বিশেষ অভিযানে পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর বিসিক শিল্প নগরী এলাকার একটি কারখানা থেকে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

সোমবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত জেলা মৎস্য কর্মকর্তা নৃপেন্দ্র নাথ বিশ্বাসের পরিচালনায় এ অভিযান পরিচালনা করা হয়।

 এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সদর উপজেলার নির্বার্হী কর্মকর্তা মো. ফারুক আহম্মেদ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সদর উপজেলার বিসিক শিল্প নগরীর খান ফিসিং নেট কারখানায় অভিযান চালিয়ে প্রায় ১৫ লাখ মিটার কারেন্ট জাল ও ৫ হাজার ২০০ ববিন জব্দ করা হয়। অভিযান শেষে পঞ্চসার ইউনিয়নের নয়াগাও ধলেশ্বরী নদীর পাড়ে তা পুড়িয়ে নষ্ট করা হয়েছে।

এসসি/