• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০১৯, ০৩:১২ পিএম

বরগুনায় ৪০ কেজি হরিণের মাংস জব্দ

বরগুনায় ৪০ কেজি হরিণের মাংস জব্দ

 

বরগুনার পাথরঘাটায় সুন্দরবনের পক্ষীদিয়া থেকে ৪০ কেজি হরিণের মাংস, দুটি হরিণের চামড়া ও একটি মাথা উদ্ধার করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) ভোর রাত সাড়ে ৪টার দিকে এগুলো উদ্ধার করা হয়েছে।
 
পাথরঘাটা কোস্টগার্ডের স্টেশন কমান্ডার জহুরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা সুন্দরবনের পক্ষীদিয়ায় হরিণ শিকারীদের আস্তানায় হানা দেয়। এ সময় হরিণ শিকারী ও চোরাকারবারীরা পালিয়ে গেলে জানতে ৪০ কেজি হরিণের মাংস, দুটি হরিণের চামড়া ও একটি মাথা উদ্ধার করা হয়।

পাথরঘাটার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ূন কবির এর নির্দেশে জব্দ হরিণের মাংস কেরোসিন দিয়ে মাটির নিচে পুতে ফেলা হয়েছে। চামড়া দুটি শুকিয়ে সংরক্ষণ করা হবে।


খ.তা/