• ঢাকা
  • বুধবার, ০৮ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০১৯, ০১:২৮ পিএম

উপজেলায় আ.লীগের চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা 

উপজেলায় আ.লীগের চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা 
নির্বাচন ভবন

 

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে প্রথম ধাপের চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করেছে দলটি। শনিবার (০৯ ফেব্রুয়ারি) সকালে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

যেসব প্রার্থীর নামের তালিকা চূড়ান্ত করা হয়েছে, তারা হলেন- 

রংপুর বিভাগের পঞ্চগর সদর উপজেলায় চেয়ারম্যান পদে মো. আমিরুল ইসলাম, তেঁতুলিয়ায় কাজী মাহামুদুর রহমান,দেবীগঞ্জে মো. হাসনাৎ জামান চৌধুরী (জর্জ),বোদায় মো. ফারুক আলম, আটোয়ারি মো. তৌহিদুল ইসলাম।

নীলফামারী জেলার নীলফামারী সদরে শাহিদ মাহমুদ, ডোমারে তোফায়েল আহমেদ, ডিমলায় মো. তবিবুল ইসলাম (বীর মুক্তিযোদ্ধা), সৈয়দপুরে মো. মোখছেদুল মোমিন, কিশোরগঞ্জে মো. জাকির হোসেন বাবুল,জলঢাকায় মো. আনছার আলী (মিন্টু)।


লালমনিরহাট জেলার সদর উপেলায় নজরুল হক পটোয়ারী ভোলা,পাটগ্রামে রুহুল আমিন বাবুল,হাতীবান্ধায় লিয়াকত হোসেন, আদিতমারীতে রফিকুল আলম, কালীগঞ্জে মাহবুবুজ্জামান আহমেদ।

কুড়িগ্রাম জেলায় নাগেশ্বরীতে মোস্তফা জামান, উলিপুরে গোলাম হোসেন মন্টু, চিলমারীতে শওকত আলী সরকার,রৌমারীতে মজিবুর রহমান, ভুরুঙ্গামারীতে নুরুন্নবী চৌধুরী,রাজারহাটে আবু নুর মো. আক্তারুজ্জামান,ফুলবাড়ীতে আতাউর রহমান,রাজিবপুরে শফিউল আলম, কুড়িগ্রাম সদরে আমান উদ্দিন আহমেদ।

রাজশাহী বিভাগের জয়পুরহাট জেলার সদর উপজেলায়  এস এম সোলায়মান আলী, পাঁচবিবিতে মনিরুল শহিদ মণ্ডল, আক্কেলপুরে আব্দুস সালাম আকন্দ, কালাই উপজেলায় মিনফুজুর রহমান, ক্ষেতলালে মোস্তাকিম মণ্ডল।

রাজশাহী জেলার পবা উপজেলায় মুনসুর রহমান, তানোরে লুৎফর হায়দার রশীদ, পুঠিয়ায় জি এম হিরা বাচ্চু, দুর্গাপুরে নজরুল ইসলাম, বাঘায় লায়েব উদ্দীন, গোদাগাড়ীতে জাহাঙ্গীর আলম, চারঘাট ফকরুল ইসলাম, মোহনপুরে আব্দুস সালাম, বাগমারায় অনিল কুমার সরকার।

নাটোর জেলার সদরে শরিফুল ইসলাম রমজান,গুরুদাসপুরে জাহিদুল ইসলাম,বাগাতিপাড়া সেকেন্দার রহমান,সিংড়ায় শফিকুল ইসলাম,বড়াইগ্রামে সিদ্দিকুর রহমান পাটোয়ারী, লালপুরে ইসাহাক আলী।

সিরাজগঞ্জ জেলার সদরে রিয়াজ উদ্দিন,চৌহালীতে ফারুক হোসেন,কাজীপুরে খলিলুর রহমান সিরাজী, রায়গঞ্জে ইমরুল হোসেন তাং,উল্লাপাড়ায় শফিকুল ইসলাম,শাহজাদপুরে আজাদ রহমান,বেলকুচিতে আলী আকন্দ,তাড়াশে সঞ্জিত কুমার কর্মকার।

সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার সদরে মশিউর রহমান শামীম, নবীগঞ্জে আলমগীর চৌধুরী, লাখাই উপজেলায় মুশফিউল আলম আজাদ,বাহুবলে আব্দুল হাই, মাধবপুরে আলহাজ আতিকুর রহমান,চুনারুঘাটে আব্দুল কাদির লস্কর,আজমিরীগঞ্জে মর্ত্তুজা হাসান, বানিয়াচং এ আবুল কাশেম চৌধুরী,সুনামগঞ্জ সদরে খায়রুল হুদা, জামালগঞ্জে ইউসুফ আল আজাদ,শাল্লায় চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ,বিশ্বম্ভরপুরে রফিকুল ইসলাম তালুকদার,ধর্মপাশায় শামীম আহমেদ মুরাদ,ছাতকে ফজলুর রহমান,দোয়ারাবাজারে আব্দুর রহিম,দিরাইয়ে প্রদীপ রায়, তাহিরপুরে করুণা সিন্ধু চৌধুরী বাবলু,দক্ষিণ সুনামগঞ্জে আবুল কালাম। 

জামালপুর জেলা সদরে মোহাম্মদ আবুল হোসেন, বকশীগঞ্জের এ,কে, এম সাইফুল ইসলাম, দেওয়ানগঞ্জের মো, আবুল কালাম আজাদ,মেলান্দহে মো. কামরুজ্জামান,মাদারগঞ্জে ওবায়দুর রহমান বেলাল, সরিষাবাড়ী মো. গিয়াস উদ্দিন পাঠান,ইসলামপুরে এস.এম. জামাল আব্দুন নাছের।
 
নেত্রকোণা জেলার সদর মো. তফসির উদ্দিন খান,খালিয়াজুরি গোলাম কিবরিয়ার জব্বার, দুর্গাপুরে মোহাম্মদ এমদাদুল হক খান,মোহনগঞ্জে মো. শহীদ ইকবাল, বারহাট্টায় মো. গোলাম রসুল তালুকদার,কলমাকান্দায় মো. আব্দুল খালেক, মদনে মো. হাবিবুর রহমান পূর্বধলায় জাহিদুল ইসলাম।

ওবায়দুল কাদের বলেন,  উপজেলা নির্বাচনের তালিকা প্রকাশের প্রথম ধাপ এটি। ১৯ সদস্যের মনোনয়ন বোর্ড বোর্ড এই তালিকা চূড়ান্ত করেছে। 

স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেয়া নিয়ে ৭০০ অভিযোগ নিয়ে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, সেটা দলের আভ্যন্তরীণ ব্যাপার। সব বিবেচনা করেই মনোনয়ন বোর্ড নমিনেশন দিয়েছে। সার্বিক শৃঙ্খলা সাংগঠনিক অবস্থা বিচার বিশ্লেষণ করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

বিএনপি নির্বাচনে না আসা প্রসঙ্গে তিনি বলেন,  খবর পেয়েছি বিএনপির অনেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেবে।

নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে উন্মুক্তভাবে অংশ নিতে পারবে প্রার্থীরা। বিএনপি নির্বাচনে আসছে না। আসলে নির্বাচন  জমজমাট হবে। 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, অপজিশন শক্তিশালী হলে গণতন্ত্রের জন্য ভালো। বিএনপি দুর্বল হোক সেটা আমরা চাই না। কিন্তু তারা নিজেদের নেতিবাচক রাজনীতির জন্য দুর্বল হলে আমাদের কিছু করার নেই।    

একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি নির্বাচনে অংশ নেওয়ার আগেই হেরে যায়। তারা নালিশের রাজনীতি করছে। তারা নেতিবাচক রাজনীতি আঁকড়ে ধরে আছে। তারা  পুরনো মরচে ধরা হাতিয়ার নেতিবাচক রাজনীতির হাতিয়ার ব্যবহার করছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন-  আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, আবু সাঈদ আল মাহমুদ স্বপনসহ কেন্দ্রীয় নেতারা।

এএইচএস/বিএস