• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০১৯, ০৮:২৪ পিএম

বরগুনার আমতলীতে বসত ঘরসহ এক বৃদ্ধা পুড়ে কঙ্কাল

বরগুনার আমতলীতে বসত ঘরসহ এক বৃদ্ধা পুড়ে কঙ্কাল

 

বরগুনার আমতলীতে বসত ঘরে আগুন লাগায় মনোয়ারা বেগম (৬০) নামে এক বৃদ্ধা বিধবা পুড়ে কঙ্কাল হয়ে গেছে। এ সময় তার বসতঘরসহ ঘরে থাকা একটি ছাগলও পুড়ে মারা গেছে। মনোয়ারার স্বামীর নাম ওয়াজেদ আলী খান।

শনিবার (৯ ফেব্রুয়ারি) রাতে এ আগুনের ঘটনা ঘটে। তবে আগুনের রহস্য এখনো জানা যায়নি।

মৃতের ভাই আবদুর রাজ্জাক খান জানান, তাদের সঙ্গে গুলিশাখালী ইউনিয়নের সাবেক মেম্বর সামসুল হক মৃধার ৭১ শতাংশ জমি নিয়ে বিরোধ চলাকালীন ওই জমিতেই মেয়ে এলিজাকে নিয়ে বসবাস করতেন বৃদ্ধা বিধবা মনোয়ারা বেগম। এই জমি নিয়ে বরগুনার দেওয়ানি আদালতে ৩টি ও আমতলীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা রয়েছে। শনিবার রাতে এলিজা বাড়িতে না থাকায় তার মা মনোয়ারা বেগম রাতে একাই ঘুমিয়ে ছিলেন। ভোর রাতের দিকে হঠাৎ মনোয়ারার বসতঘরে আগুন জ্বলতে দেখা গেলে তা নেভানোর আগেই বসত ঘরসহ মনোয়ারা বেগম পুড়ে মারা যায়। ওই দিন সকালে জিজ্ঞাসাবাদের জন্য শামসুল হক মৃধার ছেলে শাখাওয়াত হোসেনকে আটক করেছে পুলিশ।

আমতলী থানার ওসি (তদন্ত) নুরুল ইসলাম বাদল জানান, এ ব্যাপারে মনোয়ারার মেয়ে এলিজা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
 
এসসি/