• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০১৯, ১২:৫৪ পিএম

ধর্মঘটে অচল ফেনীর ছাগলনাইয়ার সীমান্ত হাট

ধর্মঘটে অচল ফেনীর ছাগলনাইয়ার সীমান্ত হাট
- ফাইল ছবি

 

চতুর্থ সপ্তাহের মতো ধর্মঘট পালন করছে ফেনীর ছাগলনাইয়ার বাংলাদেশ-ভারত সীমান্ত হাটের ব্যবসায়ীরা। ধর্মঘটের কারণে অচল হয়ে পড়েছে ফেনীর ছাগলনাইয়ার বাংলাদেশ-ভারত সীমান্ত হাট। অসম বাণিজ্য ও ভারতীয় ক্রেতাদের হাটে প্রবেশে কড়াকড়ি আরোপ করায় এ ধর্মঘটের ডাক দেয় বাংলাদেশের ব্যবসায়ীরা। এতে অচল হয়ে রয়েছে বাজার কার্যক্রম। 

এদিকে, হঠাৎ বাজার বন্ধ থাকায় দূর দূরান্ত থেকে হাটে আসা ক্রেতা দর্শনার্থীদের ফেরত যেতে হচ্ছে। সীমান্ত হাটের ব্যবসায়ীরা জানান, টানা ৪ সপ্তাহ পেরিয়ে গেলেও সমস্যা সমাধানে কোনো উদ্যোগ নেয়নি হাট পরিচালনায় গঠিত দুই দেশের কর্মকর্তারা। তাদের দাবি প্রতি মঙ্গলবার বসা এ হাটে উভয় দেশের ক্রেতাদের ২শ ডলার পরিমান খরচ করার নিয়ম রয়েছে। সেখানে ভারতের বিক্রেতারা বাংলাদেশি ক্রেতাদের কাছে কোটি কোটি টাকার পণ্য বিক্রি করছে। কিন্তু ভারতের আইনশৃঙ্খলা বাহিনী তাদের নাগরিকদের বাংলাদেশি হাটে কম প্রবেশ করতে দিচ্ছে। পাশাপাশি স্বল্প পরিমাণ পণ্য কিনতে বাধ্য করছে তাদের ক্রেতাদের। ফলে বাংলাদেশি ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই বাজারে শৃঙ্খলা তৈরি না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে বলে জানান বাংলাদেশি সীমান্ত হাট ব্যবসায়ীরা।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে। 

ফেনী জেলা প্রশাসন কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান বলেন, বাংলাদেশের স্বার্থ সংরক্ষণের জন্য দুই দেশের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে এ সমস্যা সমাধান করা হবে।

এএস