• ঢাকা
  • বুধবার, ০৮ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০১৯, ০১:৪৩ পিএম

দ্বিতীয় ধাপে ১২২ উপজেলায় আ. লীগের মনোনীত হলেন যারা  

দ্বিতীয় ধাপে ১২২ উপজেলায় আ. লীগের মনোনীত হলেন যারা  
নির্বাচন ভবন

 

আসন্ন উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে ১২২ উপজেলায় আওয়ামী লীগের প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে। রোববার (১০ ফেব্রুয়ারি) সকালে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
  

সংবাদ সম্মেলনে ওবায়দুর কাদের বলেন, "গণ ভবনে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় সর্বসম্মতি ক্রমে ২য় ধাপের ১২২ জনের মনোনয়ন চুড়ান্ত হয়েছে।"

মনোনয়ন পাওয়া কয়েকজন যুদ্ধাপরাধী পরিবারের সদস্য রয়েছে এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, "আমাদের মনোনয়ন যারা পেয়েছে তাদের বিরুদ্ধে এমন অভিযোগ থাকলে খতিয়ে দেখেবো, প্রয়োজনে তাদের মনোনয়ন বাতিল করবো।"

 

৩য় ও চতুর্থ ধাপের মনোনয়ন কবে দেওয়া হবে জানতে চাইলে কাদের বলেন, "২২তারিখ সন্ধ্যায় মনোনয়ন বোর্ডের সভায় ৩য় ধাপ ও ২৩ তারিখ সন্ধ্যায় স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় চতুর্থ ধাপের মনোনয়ন চুড়ান্ত করবো।"

কাদের জানান, "মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান হিসেবে মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগর কেন্দ্রীয় সদস্য মো. রফিকুর রহমান।"

দিনাজপুর খানসামা উপজেলা চেয়ারম্যান পদে বাগের হাট সরকারি কলেজের প্রভাষক মো. শফিউল আজম চৌধুরী কিভাবে মনোনয়ন পেয়েছে জানতে চাইলে কাদের বলেন, "নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী মনোনয়ন দেওয়া হয়েছে, তারপরও কোনো সমস্যা থাকলে আমরা যাচাই বাছাই করে দেখবো।"

এইচএস/বিএস