• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০১৯, ০৭:৪৪ পিএম

মুন্সীগঞ্জে আড়াই লাখ মিটার কারেন্ট জাল জব্দ

মুন্সীগঞ্জে আড়াই লাখ মিটার কারেন্ট জাল জব্দ

 

মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের দুর্গাবাড়ি এলাকায় এসএসএন ফিশিং নেট কারখানায় অভিয়ান চালিয়ে আড়াই লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে ডিবি পুলিশ। বুধবার (১৩ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে জেলা মৎস্য অধিদপ্তর ও ডিবি পুলিশের বিশেষ অভিযানে এ সব অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। আটককৃত কারেন্ট জালের মূল্য প্রায় তিন লাখ টাকা। তবে কারখানায় মালিক মো. শাহিন মিয়াকে আটক করা সম্ভব হয়নি।

জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর হোসেন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসএসএন ফিশিং নেট কারখানায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় এসএসএন ফিশিং নেট কারখানার গোডাউন থেকে প্রায় আড়াই লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। অবৈধ কারেন্ট জালের আনুমানিক মূল্য ৩ লাখ টাকা। তিনি বলেন, কারখানার মালিকসহ কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে এ সব অবৈধ কারেন্ট জালগুলো ধলেশ্বরী নদীর পাড়ে পুড়িয়ে নষ্ট করা হয়েছে।

 

কেটি