• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০১৯, ০৩:৫৮ পিএম

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

 

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় ট্রাকের নিচে পিষ্ট হয়ে স্কুল শিক্ষার্থী সাজিদ (৬) ও নগরীর রেলওয়ে স্টেশনে অজ্ঞাত এক বৃদ্ধা নারী ট্রেনে কাটা পরে নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার হাটপাগলা ও নগরীর স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফুলপুর থানার অফিসার ইনচার্জ বদরুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকাল ১০টার দিকে উপজেলার হাটপাগলা দাখিল মাদ্রাসার সামনে একই এলাকার রমজান ফকিরের শিশু ছেলে সাজিদ স্কুলে যাওয়ার পথে বালু বোঝায় একটি ট্রাক শিশুটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই শিশুটি নিহত হয়। শিশু নিহতের পর বিক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ।  স্থানীয় চেয়ারম্যান ও পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করে। পুলিশ ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়। নিহত শিশু শিক্ষার্থী সাজিদ বাড়ির কাছে গৌড়দ্বার কেজি স্কুলের শিক্ষার্থী ছিল বলেও জানান তিনি।

অপরদিকে ময়মনসিংহ নগরীর রেলওয়ে স্টেশনে সকাল সাড়ে ১০টার দিকে কমিউটার ট্রেনে উঠার সময় অজ্ঞাত এক বৃদ্ধ নারী ট্রেনে কাটা পরে নিহত হয়েছে। খবর পেয়ে জিআরপি থানার পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ওই নারীর নাম পরিচয় পাওয়া যায়নি।

ময়মনসিংহ রেলওয়ে স্টেশন মাস্টার জহুরুল হক এই খবরের সত্যতা নিশ্চিত করেছে।

কেটি