• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০১৯, ০৯:১৮ পিএম

বরিশালে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ১০

বরিশালে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ১০

 

বরিশাল-ঝালকাঠি মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহাসড়কের রূপাতলী এলকাধীন উকিলবাড়ি সড়কের সামনে এই দুর্ঘটনা ঘটে।

এদিকে দুর্ঘটনার কারনে বরিশাল-ঝালকাঠি-খুলনা-বরগুনা মহাসড়কে প্রায় পৌনে ১ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিলো। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

প্রত্যক্ষদর্শী বরিশাল নগর বিশেষ শাখার (সিটিএসবি) এর সদস্য মো. জায়নাল আবেদিন জানান, ঝালকাঠি সমিতির একটি বাস যাত্রি নিয়ে ঝালকাঠির উদ্দেশ্যে যাচ্ছিলো। পথিমধ্যে রূপাতলী বাস টার্মিনালের অদুরে বাংলাদেশ বেতার বরিশাল কার্যালয়ের সামনে একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে বাসটির সামনের অংশ পুরোপুরি পানিতে ডুবে যায়।

বরিশাল-পটুয়াখালী বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি কাওসার হোসেন শিপন বলেন, ঝালকাঠি সমিতির বার স্মৃতি (বরিশাল-জ-০৫-০০১৫) নামের গাড়িটির চাকা পাঞ্চার হলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে বাসটি দুর্ঘটনা কবলিত হয়। এই ঘটনায় ৮/১০ জনের মত যাত্রী কম বেশি আহত হয়েছে। তবে তা গুরুতর নয়। যে কারনে কাউকে হাসপাতালে ভর্তির প্রয়োজন হয়নি। তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ফারুক সোহেন সিকদার বলেন, ঘটনায় কেউ নিহত বা তেমন আহত হয়নি। তবুও বাসের নিচে কেউ চাপা পড়েছে কিনা তা নিশ্চিত হতে আমাদের ডুবুরীসহ ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।

বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল ইসলাম বলেন, দুর্ঘটনায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনার পর পরই চালক এবং হেলপাররা পালিয়ে যায়। তবে দুর্ঘটনার কারনে কিছু সময় যানবাহন চলাচল বন্ধ থাকলেও পরে তা সচল করেছি। বাসটি উদ্ধারের চেষ্টা চলছে।

এসসি/