• ঢাকা
  • বুধবার, ০১ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০১৯, ১১:২৩ এএম

শেবাচিম গাইনি বিভাগের প্রধান বরখাস্ত  

শেবাচিম গাইনি বিভাগের প্রধান বরখাস্ত  
বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল

 

বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) ডাস্টবিন থেকে ৩১ অপরিণত শিশুর দেহ উদ্ধার ও অর্থোপেডিক ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীদের মেয়াদোত্তীর্ণ ইনজেকশন পুশ করার ঘটনায় হাসপাতালের ক্ষমতাধর গাইনি বিভাগের প্রধান ও নার্সিং ইনচার্জ ডা. খুরশিদ জাহানকে বরখাস্ত করা হয়েছে। 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সোমবার (১৮ ফেব্রুয়ারি) রাতে তাকে বরখাস্ত করার নির্দেশ দেয়। মন্ত্রণালয়ের নির্দেশে তিন সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়। 

স্বাস্থ্য অধিদপ্তরের এক কর্মকর্তা ডা. খুরশিদ জাহানের সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেন। 

স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, ডা. খুরশিদ জাহান শেবাচিম এর পরিচালকসহ কাউকেই মান্য করতেন না। হাসপাতালের শৃঙ্খলা ভঙ্গের অজস্র অভিযোগ রয়েছে তার বিরুদ্ধ। গতকাল হাসপাতালের ডাস্টবিন থেকে ৩১ অপরিণত শিশুর দেহ উদ্ধারের পর তাকে হাসপাতালে আসতে বলা হলেও তিনি আসেননি বলে হাসপাতালের পরিচালক জানিয়েছেন। 

এমএম/বিএস