• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০১৯, ০৫:১৭ পিএম

পুলিশের ধাওয়ায় নদীতে ঝাঁপ, প্রাণ গেল ১ তরুণের

পুলিশের ধাওয়ায় নদীতে ঝাঁপ, প্রাণ গেল ১ তরুণের

 

ডিবি পুলিশের ধাওয়া খেয়ে মেঘনা নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ হারালো রাশেদ (২৫) নামে এক তরুণ।

বুধবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে কুমিল্লার মেঘনা উপজেলার ওমরাকান্দি ব্রিজের উপর এ ঘটনা ঘটে। নিহত রাশেদ জলারপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে।

পুলিশের দাবি নিহত রাশেদ একজন মাদক ব্যবসায়ী। তবে এলাকাবাসী জানায়, রাশেদ উপজেলার বড়কান্দা চৌরাস্তার মুদি দোকানদার। ঘটনাস্থল থেকে কি মাদক উদ্ধার করা হয়েছে তা জানা যায়নি।

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ জানান, ঢাকার ডিবি পুলিশ প্রথমে সিএনজি চালক স্বপন ও তার সহযোগী হৃদয়কে মাদকসহ আটক করে। জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে জানা যায়, ওমরাকান্দি ব্রিজের উপর মাদক ব্যবসায়ীদের কাছে এসব মাদক হস্তান্তর করা হবে। এ তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম তাদেরকে নিয়ে ব্রিজের উপর আসলে মাদক ব্যবসায়ীরা পুলিশ দেখে ব্রিজের উপর থেকে নদীতে ঝাঁপ দেয়। ওই সময় ব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা খেয়ে রাশেদের মৃত্যু হয়। আর অন্যরা পালিয়ে যায়। তবে রাশেদের বিরুদ্ধে থানায় কোন মামলা নেই।

 

সাইসে