• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০১৯, ০৮:২৬ পিএম

টেকনাফে বন্য হাতির আক্রমণে রোহিঙ্গা নিহত

টেকনাফে বন্য হাতির আক্রমণে রোহিঙ্গা নিহত

 

কক্সবাজারের টেকনাফে বন্য হাতির আক্রমণে মোহাম্মদ সেলিম (৩৫) নামে এক রোহিঙ্গার মৃত্যু হয়েছে। নিহত সেলিম চাকমারকুল ২১ নম্বর রোহিঙ্গা শিবিরের আই থ্রি- ব্লকের ১০৪ নম্বর ঘরের আমির হামজার ছেলে।

আজ বুধবার (২০ ফেব্রুয়ারি) ভোরে হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ভোরে চাকমারকুল রোহিঙ্গা শিবিরে আকস্মিক একটি বন্য হাতি প্রবেশ করে। এ সময় ই, আই, এফ ব্লকের চারটি ঘর ভেঙ্গে ফেলে। সেলিম হাতিটির সামনে পড়ে গেলে তাকে আক্রমণ করে। হাতিটি পালিয়ে গেলে গুরুতর আহত অবস্থায় সেলিমকে উদ্ধার করে উখিয়ার বেসরকারি এমএসএফ হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে বিট কর্মকর্তা সৈয়দ আশিক আহমেদ জানিয়েছেন দিন দিন বন উজাড় হয়ে যাওয়াতে বন্য হাতিগুলো লোকালয়ে হানা দিচ্ছে। ভোরে একটি বন্য হাতি ক্যাম্পে প্রবেশ করে ঘরদোর নষ্ট করে। এসময় হাতির আক্রমণে ওই রোহিঙ্গার মৃত্যু হয়।

তবে এ ব্যাপারে স্থানীয় হোয়াইক্যং পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এসআই দিপাঙ্কর রায় কিছু জানেন না বলে জানিয়েছেন।

এর আগেও বেশ কয়েকবার উখিয়া ও টেকনাফে গড়ে উঠা ক্যাম্পগুলোতে বন্য হাতির দল হানা দেয়। হাতির আক্রমনে বেশ কয়েকজন রোহিঙ্গার মৃত্যুও হয়।

এসএস/সাইসে