• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০১৯, ০১:২৭ পিএম

কুবিতে বিএনসিসি’র ৯ম ব্যাচের ভর্তি পরীক্ষা সম্পন্ন

কুবিতে বিএনসিসি’র ৯ম ব্যাচের ভর্তি পরীক্ষা সম্পন্ন

 

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্লাটুনের ৯ম ব্যাচের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। শনিবার (২৩ ফেব্রুয়ারি) উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন- বিভিন্ন বিভাগের ২০১৭-১৮ এবং ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মোট ৯৪ জন শিক্ষার্থী। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারীদের যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবে তাদের মধ্য থেকে মৌখিক পরীক্ষার মাধ্যমে ৪০ পুরুষ ও ৩১ জন মহিলাকে সাময়িক ক্যাডেট হিসেবে মনোনীত করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন প্লাটুন কমান্ডার ড. মো. শামিমুল ইসলাম ও সামরিক প্রশিক্ষক সার্জেন্ট মো. বাবুল হোসেনসহ প্লাটুনের অন্য ক্যাডেটরা। এর আগে গত ১১ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত ক্যাডেট সংগ্রহ সপ্তাহ পালন করে বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী এই সংগঠনটি।

উল্লেখ্য, জ্ঞান, শৃঙ্খলা ও একতা এ শ্লোগানকে ধারণ করে ২০০৯ সালের ২৯ এপ্রিল বিএনসিসি কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্লাটুন যাত্রা শুরু করে। ৯ বিএনসিসি ব্যাটালিয়ন, ময়নামতি রেজিমেন্ট সেনা শাখার অধীনে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্লাটুন কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের বিএনসিসির এ প্লাটুনে রয়েছেন ৩৬ পুরুষ ও ৩১ জন মহিলা ক্যাডেট।

কেএম/এসসি