• ঢাকা
  • বুধবার, ০৮ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ১৬, ২০১৯, ০২:১৩ পিএম
সর্বশেষ আপডেট : জুন ১৬, ২০১৯, ০২:১৪ পিএম

সারা বছর ভেজালবিরোধী অভিযান চালাতে হাইকোর্টের নির্দেশ

সারা বছর ভেজালবিরোধী অভিযান চালাতে হাইকোর্টের নির্দেশ

সারা বছর ভেজালবিরোধী অভিযান চালাতে ও হটলাইন চালু করতে বিএসটিআই ও ভোক্তা অধিকার কর্তৃপক্ষের প্রতি নির্দেশ দিয়েছে হাইকোর্ট। রোববার (১৬ জুন) বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়।

নিম্নমানের ২২টি পণ্য চিহ্নিত করে আদালতে আজ প্রতিবেদন জমা দিয়েছে বিএসটিআই। এর পরিপ্রেক্ষিতে দেয়া আদেশে ভোক্তা অধিকার কর্তৃপক্ষকে ২ মাসের মধ্যে ২৪ ঘণ্টার হটলাইন চালুসহ সারাবছর ভেজাল বিরোধী অভিযান চালনোর নির্দেশ দেয় আদালত।

এর আগে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) পরীক্ষায় অকৃতকার্য হওয়া নামি-দামি কোম্পানি ও প্রতিষ্ঠানের নিম্নমানের (সাবস্ট্যান্ডার্ড) ৫২ পণ্য বাজার থেকে দ্রুত সরাতে না পারার ব্যাখ্যা দিতে হাইকোর্টে হাজির হন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মাদ মাহফুজুল হক। আদালতে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চাইলে আদালত অবমাননা থেকে অব্যাহতি পেয়েছেন তিনি ।

এমএ/টিএফ