• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০১৯, ০১:৪৭ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২৬, ২০১৯, ০১:৪৭ পিএম

তেজগাঁওয়ের ফু-ওয়াং ক্লাব সিলগালা

তেজগাঁওয়ের ফু-ওয়াং ক্লাব সিলগালা
ফু ওয়াং ক্লাব থেকে উদ্ধার হওয়া মদ ও বিয়ার- ছবি: সংগৃহীত

রাজধানীর তেজগাঁও এলাকার ফু-ওয়াং ক্লাবটি সিলগালা করে দেয়া হচ্ছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) ক্লাবে সারা রাত অভিযান চালিয়ে বিপুল মদ ও বিয়ার উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক (এএসপি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি জানান, ক্লাব থেকে বিপুল মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এবার ক্লাবটি সিলগালা করে দেয়া হবে। তবে উদ্ধার করা মাদকের পরিমাণ অনুমোদনের মধ্যে কি-না, সেটি খতিয়ে দেখছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

দু’দিন আগে সোমবার ক্লাবটিতে অভিযান চালিয়েছিল পুলিশ। সেদিনের অভিযানে ওই ক্লাবে ক্যাসিনো কিংবা কোনো অনিয়ম পাওয়া যায়নি বলে জানানো হয়।

পুলিশের অভিযানের দু’দিন পর বুধবার মধ্যরাত থেকে ক্লাবটিতে অভিযান শুরু করে র‍্যাব। প্রায় দুই ঘণ্টা অভিযান শেষে রাত ২টার দিকে ক্লাবটি থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ার উদ্ধার করার কথা জানান র‌্যাবের এএসপি মিজানুর রহমান।

টিএফ

আরও পড়ুন