• ঢাকা
  • রবিবার, ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ২৯, ২০১৯, ১২:০৭ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২৯, ২০১৯, ১২:১২ পিএম

সাবেক সচিব প্রশান্ত কুমারকে জিজ্ঞাসাবাদ করছে দুদক

সাবেক সচিব প্রশান্ত কুমারকে জিজ্ঞাসাবাদ করছে দুদক
প্রশান্ত কুমার রায়

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও কিছু সুনির্দিষ্ট অভিযোগে সাবেক পল্লী উন্নয়ন ও সমবায় সচিব প্রশান্ত কুমার রায়কে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিকাল পর্য্ন্ত চলবে এই জিজ্ঞাসাবাদ।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুদকের প্রধান কার্যালয়ে বেলা ১১টা থেকে সংস্থাটির অনুসন্ধান কর্মকর্তা উপ-পরিচালক জাহাঙ্গীর আলম তাকে জিজ্ঞাসাবাদ করছেন। দুদকের জনসংযোগ দফতর সূত্রে এ তথ‌্য জানা গেছে।

দুদক জানায়, প্রশান্ত কুমারের বিরুদ্ধে সরকারি কর্মকর্তার দায়িত্বে থাকা অবস্থায় নিজেকে ডেনিম পলিমার, ডেনিম এক্সপোর্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক পরিচয় দিয়ে অস্ট্রেলিয়া প্রবাসী এক ব্যক্তির কাছ থেকে বড় অঙ্কের টাকা গ্রহণ ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনসহ বেশ কিছু সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। যে কারণে অভিযোগ ও দুদকের কাছে থাকা নথিপত্রের সত্যতা যাচাইয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এইচএস/একেএস

আরও পড়ুন