• ঢাকা
  • রবিবার, ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ১৮, ২০১৯, ০৬:৪৯ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ১৮, ২০১৯, ০৬:৪৯ পিএম

ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা গ্রেফতার

ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা গ্রেফতার

অর্থের বিনিময়ে পুকুর ভরাট করে দোকান নির্মাণ করে ৭৬ জনের নামে তা বরাদ্দ করায় মাদারীপুরের এনায়েত নগর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা মো. আবুল কালাম আজাদকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১৮ নভেম্বর) দুপুরে দুদকের ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ আবুল কালাম আজাদের নেতৃত্বধীন একটি টিম মাদারীপুর থেকে তাকে গ্রেফতার করে। 

দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, ২০১৩ সালে মাদারীপুরের কালকিনি উপজেলাধীন ১৬১ নং রামারপোল মৌজাস্থ সাবেক এস এ ৮৬২ (হাল ১৭১৬) নং দাগে অবস্থিত বিএস রেকর্ড অনুসারে সরকারী ১ নং খাস খতিয়ানভুক্ত পুকুর শ্রেণির ৬৮ শতক জমি (যা বৃহত্তর ফরিদপুর জেলাধীন মৎস্য উন্নয়ন প্রকল্পের একটি রেকর্ডভুক্ত পুকুর) অবৈধভাবে ভরাট করে শ্রেণি পরিবর্তন করা হয়। পরে এই ভরাট করা জমিতে স্থাপনা নির্মাণান্তে মোট ৭৬ জনকে অর্থের বিনিময়ে নিয়ম-বহির্ভূতভাবে দোকান বরাদ্দ দেন মো আবুল কালাম আজাদ। যা তার উপর অর্পিত দায়িত্বের অবহেলা ও অপরাধজনক বিশ্বাসভঙ্গে শাস্তিযোগ্য অপরাধ।

এ বিষয়টি গত ১০ অক্টোবর এনায়েত নগর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা মো. আবুল কালাম আজাদকে আসামি করে মামলা করে দুদক।

এইচএস/ এফসি

আরও পড়ুন