• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ৬, ২০২০, ০৭:৫১ পিএম
সর্বশেষ আপডেট : মে ৬, ২০২০, ০৭:৫১ পিএম

কোভিড-১৯

খুলছে না যমুনা-বসুন্ধরা

খুলছে না যমুনা-বসুন্ধরা
বসুন্ধরা শপিংমল ও যমুনা ফিউচার পার্ক

ঈদের আগে খুলছে না যমুনা ফিউচার পার্ক ও বসুন্ধরা সিটি শপিংমল। শপিংমল থেকে করোনাভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমণ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার শঙ্কায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে শপিংমল দুটির কর্তৃপক্ষ।

বুধবার (৬ মে) বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে জানান হয়, ঈদের আগে বাজার করার জন্য শপিংমল খুলে দিলে ভিড় বাড়বে। দেশ ও মানুষের কল্যাণের কথা চিন্তা করে বসুন্ধরা গ্রুপ এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ বিষয়ে শপিংমলের ব্যবসায়ীদের সঙ্গেও আলোচনা হয়েছে বলে জানিয়েছে বসুন্ধরা সিটির কর্তৃপক্ষ।

বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা আবু তৈয়ব জানান, দেশ ও মানুষের কল্যাণের কথা চিন্তা করে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

দেশে করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি না হওয়ায় শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে যমুনা ফিউচার পার্ক কর্তৃপক্ষও।

সোমবার (৪ মে) স্বাস্থ্যবিধি মেনে আগামী ১০ মে (রোববার) থেকে সীমিত পরিসরে দোকান ও শপিংমল খোলার বিষয়ে জানায় মন্ত্রিপরিষদ বিভাগ।

এসএমএম

আরও পড়ুন