• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ১২, ২০২০, ০২:৫৫ পিএম
সর্বশেষ আপডেট : জুন ১২, ২০২০, ০২:৫৫ পিএম

বাজেটে রাজস্ব আদায় ও প্রবৃদ্ধি অর্জন নিয়ে সংশয়

বাজেটে রাজস্ব আদায় ও প্রবৃদ্ধি অর্জন নিয়ে সংশয়

২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে রাজস্ব আদায় ও কাঙ্খিত জিডিপি প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব হবে না বলে মনে করছে সেন্টার ফর পলিসি ডায়ালগ- সিপিডি। তবে প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতিতে স্বস্তি আসবে বলছে সংস্থাটি।

শুক্রবার (১২ জুন) নতুন অর্থবছরের বাজেট পর্যালোচনা নিয়ে এক ভার্চুয়াল মিডিয়া ব্রিফিংয়ে এ প্রতিক্রিয়া জানায় সিপিডি।

এ সময় বাজেট গতানুগতিক মন্তব্য করে সংস্থাটি। চলমান পরিস্থিতি বিবেচনায় প্রবৃদ্ধির কথা চিন্তা না করে, দরিদ্র ও ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠিকে অর্থনৈতিক কর্মকাণ্ডে ফিরিয়ে আনার বাজেট দরকার ছিল বলে মন্তব্য করেন বক্তারা।

পাশাপাশি করোনাকালীন স্বাস্থ্য খাতে বরাদ্দ অপর্যাপ্ত উল্লেখ করে সিপিডি বলছে, সামাজিক নিরাপত্তা, কৃষি, কর্মসংস্থানের উপর আরো গুরুত্ব দেয়া প্রয়োজন।

 কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে সৎ করদাতাদের প্রতি অন্যায় করা হয়েছে বলে দাবি সিপিডির।

এসএমএম

আরও পড়ুন