• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ১১, ২০২০, ০৫:৫৫ পিএম
সর্বশেষ আপডেট : জুন ১১, ২০২০, ০৫:৫৫ পিএম

বাজেট পরবর্তী প্রতিক্রিয়া

বাজেটে মানবতা উপেক্ষিত : আমীর খসরু

বাজেটে মানবতা উপেক্ষিত : আমীর খসরু
আমীর খসরু মাহমুদ চৌধুরী ● ফাইল ছবি

জনগণের জীবন-জীবিকা ও মানবতার বিষয়টি এবারের বাজেটে উপেক্ষিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (১১ জুন) বিকালে জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এবারের প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা। যা জিডিপির ১৭ দশমিক ৯ শতাংশ। প্রস্তাবিত বাজেটে মোট দেশজ উৎপাদন- জিডিপিতে সর্বোচ্চ প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা চূড়ান্ত করা হয়েছে। এতে ২০২০-২১ অর্থবছরের জন্য রেকর্ড জিডিপি প্রবৃদ্ধি ৮ দশমিক ২ শতাংশ।

বাজেটের প্রতিক্রিয়ায় আমীর খসরু বলেন, জিডিপি এবং রাজস্ব আহরণ যে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা দৃশ্যমানভাবেই প্রতারণার শামিল।

তিনি বলেন, বাজেটে বরাদ্দের বড় বড় অংশ মেগা প্রজেক্টে দেয়া হয়েছে, যেগুলো এরইমধ্যে প্রশ্নবিদ্ধ। এগুলো চাইলেই অপেক্ষা করা যেতো। এই বাজেটে অগ্রাধিকার ভিত্তিতে আসার কোনও প্রয়োজনীয়তা ছিল না।

যে প্রক্রিয়ায় কালো টাকা সাদা করার সুযোগ দেয়া হয়েছে তা দুর্নীতি চলমান রাখার একটা প্রয়াস বলেও দাবি করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।

এসএমএম

আরও পড়ুন