• ঢাকা
  • শনিবার, ১১ মে, ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ১৩, ২০২১, ০৪:৫৯ পিএম
সর্বশেষ আপডেট : জুন ১৩, ২০২১, ০৪:৫৯ পিএম

হাবিপ্রবিতে সশরীরে পরীক্ষা শুরু

হাবিপ্রবিতে সশরীরে পরীক্ষা শুরু

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) সশরীরে পরীক্ষা শুরু হয়েছে।

রোববার (১৩ জুন) সকাল ১০টায় পরিসংখ্যান বিভাগ ও ১১টায় ডিভিএম অনুষদের ১৬ ব্যাচের পরীক্ষা হয়। এর মাধ্যমে দীর্ঘ বিরতির পর সশরীরে পরীক্ষা কার্যক্রম শুরু হয় হাবিপ্রবিতে। দীর্ঘ সময় পর সশরীরে পরীক্ষা দিতে পারায় খুশি শিক্ষার্থীরা।

পরীক্ষা দিতে আসা পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী আবু বক্কর সিদ্দিক বলেন, “মাত্র দুটি ব্যবহারিক পরীক্ষা ও প্রজেক্টের জন্য অনার্সের সার্টিফিকেট ঝুলে আছে। যেকোনো মূল্যে পরীক্ষাগুলো দিয়ে দিতে চাই। কারণ করোনায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও অনেক চাকরির সার্কুলার চলে যাচ্ছে। আমার বিভাগের সম্মানিত স্যার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ জানাই সশরীরে পরীক্ষা কার্যক্রম চালু করায়।”

ডিভিএম অনুষদের নাম প্রকাশে অনিচ্ছুক আরেক শিক্ষার্থী বলেন, “আমরা দীর্ঘ আন্দোলন করে পরীক্ষায় বসতে পেরেছি বলে ভালো লাগছে। তবে করোনার প্রকোপ হঠাৎ বৃদ্ধি পাওয়ায় কিছুটা ভয় কাজ করছে। তবুও আল্লাহর কাছে প্রার্থনা করি যাতে নিরাপদে আমার ব্যাচের সব শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে নিজ নিজ লক্ষ্যে পৌঁছাতে পারে।”

পরীক্ষা চলাকালীন শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে হাবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. ইমরান পারভেজ বলেন, “আমরা লক্ষ্য করছি অনেক শিক্ষার্থী মাস্ক ছাড়া রাস্তায় ঘুরে বেড়াচ্ছে যা সত্যিই দুঃখজনক। আমরা দুই-একদিনের মধ্যেই হাবিপ্রবির স্কাউট টিমের মাধ্যমে মাস্ক পড়ার ব্যাপারে সবাইকে উৎসাহিত করবো।  এছাড়া শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মেডিকেল টিম গঠন করা হচ্ছে।”