• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ১০, ২০১৮, ০৬:১২ পিএম

আ.লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন অ্যাটর্নি জেনারেল

আ.লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন অ্যাটর্নি জেনারেল
মাহবুবে আলম ; ফাইল ফটো

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের  মনোনয়নপত্র সংগ্রহ করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। মুন্সীগঞ্জ-২ আসনে নির্বাচন করার জন্য এই মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তিনি।

দলীয় মনোনয়নপত্র বিতরণের দ্বিতীয় দিন শনিবার এই মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। জানতে চাইলে দৈনিক জাগরণকে এই তথ্য নিশ্চিত করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ।

এই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে দুইবার সংসদ সদস্য হয়েছেন সাগুফতা ইয়াসমিন এমিলি, সেখানে মনোনয়ন পাবেন এমন প্রত্যাশার কারণ জানতে চাইলে মাহবুবে আলম বলেন, ‘এ বিষয়ে অনেক কথা বলার আছে। তবে শুধু এটুকু বলবো, তিনি (সাগুফতা) এলাকার জন্য কিছুই করেন নি। তার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে।’

মাহবুবে আলম আরও বলেন,  ‘গত ১০ বছর আমি রাষ্ট্রকে যা সেবা দিয়েছি, তাতে আমি মনে করি আমাকে মনোনয়ন দেয়ার বিষয়টি বিবেচনা করা হবে।’

তিনি বলেন, আমি দীর্ঘদিন ধরে মুন্সীগঞ্জ-২ আসনের মানুষের জন্য কাজ করছি এবং তাদের পাশে আছি। ওই এলাকার জনগণ তাদের প্রার্থী হিসেবে আমাকেই দেখতে চায়। তাই মুন্সীগঞ্জ-২ (টঙ্গীবাড়ী-লৌহজং) আসনের জন্য আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছি। দলীয় মনোনয়ন পাবার ব্যাপারেও আমি আশাবাদী।’

অ্যাটর্নি জেনারেল পদে থেকে নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে আইনি প্রশ্নে গণমাধ্যমকে তিনি বলেন, ‘এতে আইনি কোনও বাধা নেই। তবে মনোনয়ন পেলে অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগ করব। যাতে সব ধরনের বিতর্কের উর্ধ্বে থাকা যায়। পাশাপাশি এবারের প্রেক্ষাপট অনুযায়ী দলীয় মনোনয়ন পেলে মুন্সীগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে আমিই নির্বাচিত হব বলে শতভাগ আশাবাদী।’

মাআ/জেডএস