• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ২২, ২০১৯, ০৭:৩৬ পিএম

৮ অথবা ৯ মার্চ থেকে উপজেলা নির্বাচন শুরু 

৮ অথবা ৯ মার্চ থেকে উপজেলা নির্বাচন শুরু 

 

৫ম উপজেলা পরিষদ নির্বাচন শুরু হবে আগামী ৮ অথবা ৯ মার্চ। এজন্য ৩ ফেব্রুয়ারি তফসিল ঘোষণা করা হবে। নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে মঙ্গলবার (২২ জানুয়ারি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ এ তথ্য জানান। 

তিনি বলেন, আগামী ৩ ফেব্রুয়ারি কমিশন বৈঠক করে ৫ম উপজেলা পরিষদের নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। তবে আজকের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ৫ ধাপে অনুষ্ঠেয় উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৮ অথবা ৯ মার্চ। আর ২য় থেকে পরবর্তী ধাপের ভোটগ্রহণ হবে ঈদের পর। ৭ দিন পরপর এসব ধাপের ভোটগ্রহণ করা হবে। 

এর আগে প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা মার্চে উপজেলা পরিষদ নির্বাচনের ইঙ্গিত দিয়েছিলেন। দেশের ৪৯২টি উপজেলার মধ্যে ৪৮০টির ভোট হবে ৫ ধাপে। অবশিষ্ট উপজেলাগুলোর মেয়াদপূর্ণ হওয়া সাপেক্ষে ভোটগ্রহণ করবে ইসি। 

হাশা/এএস