• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ১৯, ২০১৯, ০৪:৩৫ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১৯, ২০১৯, ১০:৩৭ পিএম

এবার একক নায়িকা নুসরাত লিয়া

এবার একক নায়িকা নুসরাত লিয়া

এই প্রথম একক নায়িকা হয়ে অভিনয় করতে যাচ্ছেন নুসরাত লিয়া। আখম হাসানের বিপরীতে তিনি নায়িকা হচ্ছেন ‘মগজে ঘুনপোকা’ নাটকে। লিটু করিমের রচনা ও পরিচালনায় একক এই নাটকটির শুটিং শুরু হবে খুব শিগগিরই। 

ইতিপূর্বে নুসরাত লিয়া বিভিন্ন নাটকে প্যারালাল নায়িকা হয়ে অভিনয় করেছেন। এককভাবে তাকে কেউ নায়িকা হওয়ার সুযোগ দেয়নি। নির্মাতা লিটু করিম তার পারফরমেন্স দেখে একক নায়িকা করার সিদ্ধান্ত নেন। নুসরাত লিয়াকে মাথায় রেখেই তিনি ‘মগজে ঘুনপোকা’ নাটকটি রচনা করেন। আর তার বিপরীতে আখম হাসানকে কাস্ট করেন। এ প্রসঙ্গে লিটু করিম বলেন, ‘নুসরাত লিয়া আমার আরো অনেক নাটকে অভিনয় করেছে। তার অভিনয় ধীরে ধীরে ভালো হচ্ছে। তাই তাকে প্রধান চরিত্রে এককভাবে কাস্ট করে একটা সুযোগ দিলাম। এখন সুযোগটা তার কাজে লাগানোর পালা।’

একক নায়িকা কাস্টিং পেয়ে নুসরাত লিয়া খুব খুশি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অভিনয় জীবনে এটা আমার জন্য একটা চ্যালেঞ্জ। আমাকে অবশ্যই এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে। আমি নিজেকে প্রস্তুত করছি।’ নাটকে নিজের চরিত্র সম্পর্কে তিনি বলেন, ‘মগজে ঘুনপোকা নাটকে আমার চরিত্রের নাম কুসুম। চরিত্রটি অত্যন্ত ভালো। নাটকের গল্পটি একটি পরকিয়া কাহিনি নিয়ে। এই কাহিনির মাধ্যমে নাট্যকার সমাজকে একটা মেসেস দেয়ার চেষ্টা করেছেন।’

নুসরাত লিয়া এ পর্যন্ত অসংখ্য নাটক, ধারাবাহিক, টেলিফিল্ম, বিজ্ঞাপনচিত্র ও শর্টফিল্মে অভিনয় করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে- চলো প্রেম করি, পেটুক জামাই, হোম মিনিস্টার, রিফিউজি গ্রাম, কাঁচের পুতুল, ভালোবাসার বিষবৃক্ষ ইত্যাদি। তার বিজ্ঞাপনচিত্রগুলোর মধ্যে রয়েছে ইউনাইটেড হাসপাতাল, ব্রাদার্স ফার্নিচার, আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ড পার্ক। শুটিং চলছে তারিকুল ইসলামের নির্মাণে জয় ডিটার্জেন্ট ও লড্রি সোপের দুটি বিজ্ঞাপনচিত্রের।

এসজে/