• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ২৩, ২০১৯, ০৫:৪৪ পিএম
সর্বশেষ আপডেট : মে ২৩, ২০১৯, ০৫:৪৪ পিএম

২১ জুন শিল্পী সংঘের নির্বাচন

২১ জুন শিল্পী সংঘের নির্বাচন

আগামী ২১ জুন অনুষ্ঠিত হবে টেলিভিশন অভিনয়শিল্পী সংঘের দ্বি–বার্ষিক নির্বাচন। প্রার্থী হতে ইচ্ছুক ব্যক্তিরা মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন গত ২২ মে’র মধ্যে। ২৯ মে পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময়। চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা হবে ৩১ মে। এসব তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার মাসুম আজিজ।

তিনি জানান, বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে নির্বাচন। ভোটগ্রহণ শুরু হবে উল্লেখিত তারিখে সকাল ৯টায়। মাঝে এক ঘণ্টা মধ্যাহ্ন বিরতি দিয়ে চলবে বিকাল ৫টা পর্যন্ত। ভোট গ্রহণ শেষে ওইদিন রাতেই নির্বাচনের ফলাফল প্রকাশ করা হবে।

ইতিমধ্যে অভিনয় শিল্পী সংঘ সমাজসেবা অধিদপ্তরে নিবন্ধিত হয়। নিয়ম অনুযায়ী নিবন্ধনের তারিখ থেকে দুই বছর পর নির্বাচন করতে হয়। সেই হিসেবে নতুন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ২০২০ সালের শেষ দিকে। কিন্তু ইতিমধ্যে বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়ে যায় আগের হিসেব অনুযায়ী। তাই নিয়ম সংশোধন করে আগের কমিটির মেয়াদ পূর্তিকে ভিত্তি ধরে নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হয়েছে।

এসজে