• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ১২, ২০১৯, ০৩:২০ পিএম
সর্বশেষ আপডেট : জুন ১২, ২০১৯, ০৩:২০ পিএম

১৯ জুলাই মুক্তি পাচ্ছে ‘অবতার’

১৯ জুলাই মুক্তি পাচ্ছে ‘অবতার’

মুক্তি পেতে যাচ্ছে মাহিয়া মাহি ও আমিন খান জুটির চলচ্চিত্র ‘অবতার’। আগামী ১৯ জুলাই দেশব্যাপী চলচ্চিত্রটি মুক্তি পাবে। মাহমুদ হাসান শিকদারের কাহিনি, চিত্রনাট্য, সংলাপ রচনায় ও পরিচালনায় চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন মাহিয়া মাহি, আমিন খান, মিশা সওদাগর, রাইসুল ইসলাম আসাদ, শিবা সানু, সুব্রত এবং নবাগত জেএইচ রুশো প্রমুখ।

সাগা এন্টারটেইনমেন্টের প্রযোজনায় ‘অবতার’ গত মার্চ মাসে সেন্সর বোর্ড কর্তৃক আনকাট ছাড়পত্র লাভ করে। মুক্তি প্রসঙ্গে পরিচালক মাহমুদ হাসান শিকদার বলেন, ‘সেন্সর সার্টিফিকেট হাতে পাওয়ার পর অবতার মুক্তি দেওয়ার জন্য ভালো একটা দিন খুঁজছিলাম। অবশেষে ১৯ জুলাই মুক্তির তারিখ পেয়ে গেলাম। খুব শিগগিরই অনলাইনে সিনেমার টিজার প্রকাশ করবো। আশা করছি, দর্শকদের ভালো লাগবে আমার নির্মিত চলচ্চিত্রটি।’

২০১৭ সালের ডিসেম্বরে ‘অবতার’ চলচ্চিত্রের শুটিং শুরু হয়। শেষ হয় ঠিক এক বছর পর ২০১৮ সালের ডিসেম্বরে। ‘অবতারে’র কাহিনি প্রসঙ্গে মাহমুদ হাসান শিকদার বলেন, ‘মানব সভ্যতার শুরু থেকই ভালো এবং মন্দের ভারসাম্য দোদুল্যমান। এখন আমাদের সভ্যতা ভারসাম্যহীন, অসুস্থ ও জীর্ণতায় শিকার। অশুভ শক্তির কালো ছায়ায় অনেকটা বিকলাঙ্গ। এখানে শিশুর খাদ্যে বিষ, স্কুল পড়ুয়া বাচ্চারা মাদকাসক্ত, শিশুরা হয় ধর্ষিত। মানবতা রক্ষায় কোথাও কোনো দেবতার আগমনী বার্তা নেই। তবুও সভ্যতার দায় এড়াতে না পেরে কাউকে না কাউকে প্রতিবাদের চিৎকার দিতেই হয়। হাতে নিতে হয় মুক্তির ঝাণ্ডা, রূপ নিতে হয় অবতারের। আর এই অবতারদের গল্প নিয়ে এগিয়ে গেছে চলচ্চিত্রটির কাহিনি।’

অভিনয় প্রসঙ্গে আমিন খান বলেন, ‘অবতার চলচ্চিত্রের মাধ্যমে অনেক দিন পর আমাকে প্রেক্ষাগৃহে দেখতে পাবে দর্শক। এটা অবশ্যই আমার ভালোলাগার একটি বিষয়। বেশ কিছুদিন ধরে আমি চলচ্চিত্রে অনিয়মিত। আমার সঙ্গে মানানসই কোন চরিত্র ও গল্প পাইনি বলে এতদিন অভিনয় করা হয়নি। এই চলচ্চিত্রের কাহিনি ও আমার চরিত্রটি ভালো লেগেছিল বলে অভিনয় করেছি। এছাড়া অবতারের গল্প গড়ে উঠেছে মাদক নিয়ে। মাদকের কারণে সমাজ ক্রমশ: অবক্ষয়ের দিকে ধাবিত হচ্ছে। এমন অবস্থায় আমি অবতার হয়ে আসি সব অন্যায়কে রুখে দিতে।’

‘অবতার’ চলচ্চিত্রে গান থাকছে পাচঁটি। গানগুলো লিখেছেন শহীদুল্লাহ ফরায়জী, তারিক তুহিন ও মাহমুদ হাসান শিকদার। সঙ্গীত পরিচালনা করেছেন আহমেদ হুমায়ুন, জাভেদ আহমেদ কিসলু ও কিশোর। চলচ্চিত্রটির গানে কণ্ঠ দিয়েছেন-এসআই টুটুল, ন্যান্সি , ঐশী, পুলক, সজল, জুঁই ও মিম।

 

এসজে