• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ১৯, ২০১৯, ০৫:০৪ পিএম
সর্বশেষ আপডেট : জুন ১৯, ২০১৯, ০৫:০৪ পিএম

কানাডায় হতে যাচ্ছে রাধারমণ উৎসব

কানাডায় হতে যাচ্ছে রাধারমণ উৎসব
পিন্টু ঘোষ, চন্দনা মজুমদার ও আশিক

গীতিকবি রাধারমণ দত্তের লোকগান ও তার জীবনদর্শন নিয়ে কানাডার টরন্টোতে ‘রাধারমণ ফোক ফেস্টিভ্যাল ২০১৯’ এর আয়োজন করা হয়েছে। এতে সংগীত পরিবেশনের জন্য ঢাকা থেকে আমন্ত্রণ জানানো হয়েছে ফোক ঘরানার তিন শিল্পী চন্দনা মজুমদার, পিন্টু ঘোষ ও আশিককে।

আগামী শুক্রবার (২১ জুন) আগা খান মিউজিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত হবে  এই উৎসবের। এতে কানাডা প্রবাসী কয়েকজন শিল্পীও গাইবেন বলে জানা যায়। তারা হলেন তমা পাল, তমা রায় ও সাবু শাহ। ধামাইল সংগীতের প্রবর্তক রাধারমণ দত্তের ধামাইল নৃত্য পরিবেশন করবেন স্থানীয় শিল্পীরা। পাশাপাশি থাকছে সুকন্যা নৃত্যাঙ্গনের পরিবেশনাও।

উৎসবের একটি বিশেষ পর্বে অংশ নেবেন টরন্টো বাংলাদেশ কনসাল জেনারেল, সাংসদ, রাজনীতিবিদ, সমাজকর্মীসহ সুধীজনরাও।

‘রাধারমণ ফোক ফেস্টিভ্যাল ২০১৯’ এর আয়োজক প্রতিষ্ঠান ড্যানফোর্থ এক্সপ্রেস। উৎসবের আহ্বায়ক সুদীপ সোম রিংকু জানান, ‘সাধক কবি রাধারমণকে নিয়ে কানাডায় প্রথমবারের মতো এ ধরনের উৎসব আয়োজন করা হচ্ছে। পুরো উৎসবজুড়েই থাকছে তার গান।’ তিনি বলেন, ‘প্রথমবারের মতো উৎসবটি সফল হলে প্রতি বছর এটি করা হবে ধারাবাহিকভাবে।’

এসজে