• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ২৪, ২০১৯, ১২:৫৩ পিএম
সর্বশেষ আপডেট : জুন ২৪, ২০১৯, ১২:৫৩ পিএম

মধুসূদনের নাটকের নাম পরিবর্তন

মধুসূদনের নাটকের নাম পরিবর্তন

প্রাঙ্গণেমোর নাট্যদলের ১২তম প্রযোজনা ‘দাঁড়াও... জন্ম যদি তব বঙ্গে’ বাংলা সাহিত্য ও নাটকের স্বরস্বতীর বরপুত্র-

বাংলা ভাষার প্রথম নাটক ‘শর্মিষ্ঠা’ রচনা যার
বাংলা ভাষার প্রথম ‘রত্মাবলী’ নাটক অনুবাদের কৃতিত্ব যার
বাংলা ভাষার প্রথম প্রহসন রচনার কৃতিত্ব যার
বাংলা ভাষার প্রথম ট্র্যাজেডি নাটকের রচয়িতা যিনি
বাংলা ভাষার প্রথম অমিত্রাক্ষর ছন্দে মহাকাব্য রচনা যার
বাংলা ভাষার বই উৎসর্গ করা রীতির প্রবর্তক যিনি
বাংলা ভাষার প্রথম পত্রকাব্য রচনা যার
বাংলা ভাষার প্রথম সনেট অথবা চতুর্দশপদী কবিতার রচয়িতা যিনি
তাকে নিয়ে এ নাট্য প্রযোজনা ও দর্শন বাংলা নাটকের যে কোনো প্রয়োগকর্তার দায়...

তাকে নিয়ে ‘দাঁড়াও... জন্ম যদি তব বঙ্গে’ নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হয় ২০১৭ সালের ২৬ জানুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে। ইতিমধ্যে নাটকটির ৭টি প্রদর্শনী সম্পন্ন হয়েছে। নাট্যকার ও নির্দেশকের যৌথ সিদ্ধান্তে আগামী ২৯ জুন মাইকেল মধুসূদন দত্তের ১৪৬তম মৃত্যুদিন থেকে নাটকটির নাম পরিবর্তিত হয়ে ‘মাইকেল মধুসূদন’ নামে মঞ্চায়িত হবে।

নাটকটি রচনা করেছেন অপূর্ব কুমার কুণ্ডু এবং নির্দেশনা দিয়েছেন অনন্ত হিরা। নাটকটির মঞ্চ ও পোশাক পরিকল্পনা করেছেন নূনা আফরোজ, সঙ্গীত পরিকল্পনা করেছেন রামিজ রাজু ও আলোক পরিকল্পনা করেছেন আহমেদ সুজন। নাটকটিতে অভিনয় করেছেন অনন্ত হিরা, রামিজ রাজু, শুভেচ্ছা রহমান।

এসজে