• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ৬, ২০১৯, ০২:২০ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ৬, ২০১৯, ০২:২০ পিএম

অক্ষয়ের ‘মিশন মঙ্গল’ আর প্রভাসের ‘সাহো’ মুখোমুখি

অক্ষয়ের ‘মিশন মঙ্গল’ আর প্রভাসের ‘সাহো’ মুখোমুখি

ভারতের দক্ষিণী নায়ক প্রভাস অভিনীত চলতি বছরের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘সাহো’। অন্যদিকে বলিউড তারকা অক্ষয় কুমারের পরবর্তী সিনেমা ‘মিশন মঙ্গল’। আগামী ১৫ আগস্ট বক্স অফিস লড়াইয়ে মুখোমুখি হচ্ছে সিনেমা দুটি। বিগ বাজেটের সিনেমা দুটি নিয়ে চলছে নান জল্পনা কল্পনা। কোনটি দর্শক গ্রহণ করবে, আর ব্যবসায়িক সাফল্যে কোনটি কোনটিকে টপকাবে।

‘সাহো’ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল গত বছরের দিওয়ালিতে। এরপর কয়েকবারই সিনেমাটির মুক্তির তারিখ পরিবর্তন হয়। অবশেষে ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী ১৫ আগস্ট মুক্তি পাবে এটি। অন্যদিকে টুইটারে আগামী ১৫ আগস্ট ‘মিশন মঙ্গল’ সিনেমাটি মুক্তি পাবে বলে ভক্তদের জানান অক্ষয় কুমার।
  
ইতোমধ্যে প্রকাশিত ‘সাহো’ সিনেমার টিজার, ট্রেইলার ভক্তদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। এতে হলিউড সিনেমার মতো অ্যাকশন দৃশ্য দেখা যাবে বলে প্রত্যাশা করছেন প্রভাস ভক্তরা।

সালমান খান অভিনীত ‘টাইগার জিন্দা হ্যায়’ সিনেমার পর আবুধাবিতে দীর্ঘ সময় শুটিং হওয়া দ্বিতীয় সিনেমা ‘সাহো’। সিনেমাটির অ্যাকশন দৃশ্যের জন্য মোটা অঙ্কের অর্থ খরচ করেছেন নির্মাতা। শুটিংয়ের প্রয়োজনে ৩৭টি গাড়ি, কয়েকটি স্পোর্টস কার ও ট্রাক ব্যবহার করেছেন। ‘সাহো’ সিনেমার মোট বাজেট প্রায় ৩০০ কোটি রুপি। এর মধ্যে আবুধাবিতেই অ্যাকশন দৃশ্যের জন্য প্রযোজক ৯০ কোটি রুপি খরচ করেছেন। অ্যাকশন দৃশ্যের কোরিওগ্রাফি করেছেন হলিউডের ‘ট্রান্সফরমার্স’ (২০০৭) ও ‘ডাই হার্ড’ (১৯৮৮) সিনেমাখ্যাত অ্যাকশন কোরিওগ্রাফার কেনি বেটস।

হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় নির্মিত হয়েছে ‘সাহো’ সিনেমাটি। এটি পরিচালনা করেছেন সুজিত। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- প্রভাস, শ্রদ্ধা কাপুর, নীল নীতিন মুকেশ, জ্যাকি শ্রফ, চাংকি পান্ডে, এভেলিন শর্মা, শ্রাবন্তী চ্যাটার্জি, মহেশ মাঞ্জেকার, ভেনেলা কিশোর প্রমুখ।

অন্যদিকে মহাকাশ নিয়ে প্রথম বলিউড সিনেমা ‘মিশন মঙ্গল’। ভারতীয় উপগ্রহ ‘মঙ্গলায়ন’ মহাকাশে পাঠানোর অভিযানকে নিয়ে সিনেমার গল্প তৈরি হয়েছে। এতে অভিনয় করছেন- অক্ষয় কুমার, বিদ্যা বালান, তাপসী পান্নু, শারমান জোশি, কীর্তি কুলহারি, নিথিয়া মেনন প্রমুখ। এটি পরিচালনা করছেন জগন শক্তি। অক্ষয় কুমারের কেপ অব গুড ফিল্মস ও ফক্স স্টারসের সঙ্গে সিনেমাটির সহ প্রযোজনায় রয়েছেন আর বালকি।

এসজে