• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ১৫, ২০১৯, ০৫:০৬ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ১৫, ২০১৯, ০৫:০৬ পিএম

‘বীর’ চলচ্চিত্রের শুটিং শুরু

‘বীর’ চলচ্চিত্রের শুটিং শুরু

বহুল প্রতিক্ষীত ‘বীর’ চলচ্চিত্রের শুটিং শুরু হয়েছে অবশেষে আজ সোমবার (১৫ জুলাই) এফডিসিতে। শুভ মহরতের মধ্যে দিয়ে শাকিব খানকে নিয়ে এই চলচ্চিত্রের শুটিং করেছেন পরিচালক কাজী হায়াৎ।   এটি তার পরিচালিত ৫০তম চলচ্চিত্র। গত বছর ‘বীর’ চলচ্চিত্রের নির্মাণ শুরু হওয়ার কথা থাকলেও পরিচালকের অসুস্থতার কারণে সময়মতো শুটিং শুরু করা সম্ভব হয়নি।

চলচ্চিত্রটি প্রযোজনা করছেন এসকে ফিল্মসের ব্যানারে শাকিব খান ও মোহাম্মদ ইকবাল। এই প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে গত জুন মাসে ৪টি চলচ্চিত্র নির্মাণ ঘোষণা দেয়া হয়। তারমধ্যে একটি ‘বীর’। তবে এই চলচ্চিত্রে শাকিবে বিপরীতে নায়িকা কে হচ্ছেন তা এখনো নির্ধারণ হয়নি। এখন শুধু শাকিবকে নিয়ে শুটিং হচ্ছে। শুটিং চলতে চলতেই নায়িকা বাছাই করা হবে বলে জানায় প্রযোজনা সংস্থা।

‘বীর’ চলচ্চিত্রের কাহিনি প্রসঙ্গে পরিচালক কাজী হায়াৎ জানান, ‘এটিও আমার ধারাবাহিক কাহিনিনির্ভর। এতে আমি দেশের চলমান পরিস্থিতিকে তুলে আনবো। সকল অন্যায়, অত্যাচার ও নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সাধারণ মানুষকে সোচ্চার করবে যে, সেই হচ্ছে প্রকৃত বীর। তার বীরত্ব নিয়েই রচিত হয়েছে এর কাহিনি।’ 

এসজে