• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ১, ২০২০, ০৭:৪৯ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ১, ২০২০, ০৭:৪৯ পিএম

‘জয় বাংলা কনসার্ট’ ৭ মার্চ আর্মি স্টেডিয়ামে

‘জয় বাংলা কনসার্ট’ ৭ মার্চ আর্মি স্টেডিয়ামে

৭ মার্চ (শনিবার) রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ‘জয় বাংলা কনসার্ট’।

১৯৭১ সালের ৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেয়া ঐতিহাসিক ভাষণের প্রতি শ্রদ্ধা জানিয়ে গত কয়েক বছর ধরে আয়োজনটি করছে ইয়াং বাংলা।

মুজিববর্ষ উপলক্ষে এবারের কনসার্টি পাচ্ছে ভিন্ন মাত্রা।

জন্মশতবর্ষ উপলক্ষে থাকছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য জীবন নিয়ে হলোগ্রাম প্রেজেন্টেশন। কনসার্টে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একটি গানসহ নিজস্ব গান পরিবেশেন করবে দেশের তরুণ প্রজন্মের ১১টি ব্যান্ড।

যে তালিকায় আছে ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস, নেমেসিস, এভয়েটরাফা, আর্বোভাইরাস, শূন্য, লালন, চিরকুট, ক্রিপটিক ফেইট, মিনার, ভাইকিংস এবং এফ মাইনর। 

জয় বাংলা কনসার্টে দর্শকদের জন্য আর্মি স্টেডিয়ামের গেট খোলা হবে দুপুর ১২টায়। কনসার্ট চলবে রাত ১০টা পর্যন্ত।

এসএমএম