• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ৩, ২০২০, ০৮:০০ এএম
সর্বশেষ আপডেট : আগস্ট ৩, ২০২০, ০৮:০০ এএম

সাত দিনেই ৫০ কোটি

সাত দিনেই ৫০ কোটি

টেইলর সুইফটের সবশেষ অ্যালবাম ‘ফোকলোর’ মাত্র সাত দিনে ৫০ কোটি ভিউ হয়েছে। এই সময়ের মধ্যে বিক্রি হয়েছে অ্যালবামটির ২০ লাখ কপি। মুক্তির প্রথম দিনেই বিক্রি হয়েছে ১৩ লাখের বেশি।

ফোকলোর প্রকাশের মাত্র সাত দিনেই অ্যালবামটি আরও একটি রেকর্ড করেছে। বছরের সর্বাধিক বিক্রি হওয়া অ্যালবামের শীর্ষ তালিকায় উঠে এসেছে এর নাম।  

 
সুইফটের মিউজিক লেবেল- রিপাবলিক রেকর্ডস চলতি সপ্তাহের শুরুতেই এ তথ্য জানিয়েছে।

এর আগে গত ২৪ জুলাই নতুন অ্যালবাম প্রকাশের ঘোষণা দিয়েছিলেন সুইফট। এটি তার অষ্টম স্টুডিও অ্যালবাম। বাজারে আসার মাত্র ১৫ ঘণ্টা আগে ঘোষণা দেয়াটাও যেন ছিল অন্যরকম চমক।

ফোকলোর অনলাইন স্ট্রিমিং করেছে ‘স্পোটিফাই’। তারা প্রথম দিনেই এটির ৮ কোটি ৬ লাখ ভিউ পেয়েছে। সাত দিনে অ্যালবামটি যুক্তরাষ্ট্র ও বিশ্বব্যাপী বিভিন্ন রেকর্ড ভেঙে দিয়েছে।

‘ফোকলোর’-এ মোটি ১৬টি গান রয়েছে। গানগুলোর হল;

১. দ্য ওয়ান। ৯. দিস ইজ মি ট্রাইং।
২. কার্ডিগান। ১০. ইলিসিট অ্যাফেয়ার্স।
৩. দ্য লাস্ট গ্রেট আমেরিকান ডাইনেস্টি। ১১. ‘ইনভিজিবল স্ট্রিং।
৪. এক্সাইল। ১২. ম্যাড ওম্যান।
৫. মাই টিয়ারস রিকোচেট। ১৩. এপিফ্যানি।
৬. মিররবল। ১৪. বেটি।
৭. সেভেন। ১৫. পিস।
৮. আগস্ট। ১৬. হক্স।

সূত্র: নিউইয়র্ক পোস্ট।

এম