• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২০, ০৯:৫১ এএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২৮, ২০২০, ০৯:৫১ এএম

বুকে কষ্ট নিয়েই গাইলেন কোনাল

বুকে কষ্ট নিয়েই গাইলেন কোনাল

বাবার মৃত্যুতে ওলটপালট হয়ে যায় জনপ্রিয় সংগীতশিল্পী সোমনুর মনির কোনালের জীবন। ভীষণ ভেঙে পড়েছিলেন তিনি। বাবার মৃত্যু শোক কাটিয়ে সম্প্রতি ‘গাঙচিল’ ছবির টাইটেল গানে কণ্ঠ দিয়েছেন এই শিল্পী। 

এ প্রসঙ্গে কোনাল বলেন, আমি খুবই ইমোশনাল। গান করার জন্য আমি এখনো প্রস্তুত না। বাবাকে হারানোর ক্ষত এখনো আমাকে কাঁদায়। জানি না কত দিন বা কত বছর লাগবে এই ক্ষত শুকাতে। গানটি গাওয়ার সময় আমি ভেঙে পড়েছিলাম। সে সময় সবার সহযোগিতা না পেলে হয়তো গানটি গাওয়া আমার জন্য সম্ভব হতো না।

গানটি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরদের লেখা উপন্যাস অবলম্বনে নির্মিত এবং নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘গাঙচিল’ ছবির টাইটেল ট্র্যাক হিসেবে থাকছে। কোনালের কণ্ঠে গানের কথা লিখেছেন কলকাতার প্রিয় চট্টোপাধ্যায়। সম্প্রতি গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে বলে জানান জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক শওকত আলী ইমন। 

উল্লেখ্য, ১০ সেপ্টেম্বর কোনাল তার বাবাকে হারান। তখন সবকিছু থেকে দূরে ছিলেন। বাবার মৃত্যুর ৪০ দিন না হওয়ায় কোনো কাজ করেননি এই সংগীত শিল্পী।

জাগরণ/এমআর