• ঢাকা
  • রবিবার, ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২১, ০৪:৪১ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ৪, ২০২১, ০৪:৪১ পিএম

৭ কোটি টাকা অনুদান পেল এফডিসি

৭ কোটি টাকা অনুদান পেল এফডিসি

কয়েক বছর ধরে লোকসানে রয়েছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। ফলে প্রতিষ্ঠানটির কর্মীরা ঠিকমতো বেতন-ভাতা পান না। কর্মীদের বেতন-ভাতা পরিশোধের জন্য ৭ কোটি টাকা অনুদান দিয়েছে সরকার। জাগরণ অনলাইনকে তথ্যটি নিশ্চিত করেছেন তথ্য মন্ত্রণালয়ের সহকারী সচিব (বাজেট-১) মনিরুল ইসলাম জানান।  

তিনি বলেন, “অর্থ বিভাগ থেকে এফডিসি কর্তৃপক্ষকে ৭ কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে। এই টাকা দিয়ে কর্মীদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ করবেন তারা। ইতিমধ্যে অনুদানের টাকা উত্তোলন করেছে এফডিসি।”

জুলাইয়ে বেতন-ভাতা বাবদ ১৮ কোটি টাকার সঙ্গে অবসরে যাওয়া এফডিসির ৭২ কর্মীর আনুতোষিক (গ্রাচুইটি) ও ছুটির নগদায়ন বাবদ পাওনা ১০ কোটি ৭০ লাখ টাকা চেয়ে আবেদন জানিয়েছিল এফডিসি। ২০২০ সালের মে মাসের শুরুর দিকে অর্থ চেয়ে তথ্য মন্ত্রণালয় বরাবর আবেদন পাঠিয়েছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন। তার পরিপ্রেক্ষিতে এই অনুদান দেওয়া হয়েছে। 

নুজহাত ইয়াসমিন বলেন, “এফডিসির আয়ের উৎসব সংকুচিত হয়ে গিয়েছে। তাই কর্মীদের বেতন-ভাতা দেওয়া সম্ভব হচ্ছিল না। সে জন্য সরকারের কাছে অর্থের জন্য আবেদন করা হয়েছিল।”

এর আগে গত বছরের মে মাসেও ৬ কোটি ৩০ লাখ টাকা ‘অনুদান’ নিয়ে মার্চ ও এপ্রিল মাসের বকেয়া বেতন পরিশোধ করেছে এফডিসি।

আরও পড়ুন