• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২১, ০২:৩২ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২৭, ২০২১, ০২:৩২ পিএম

পুলিশের নজরে হৃত্বিক

পুলিশের নজরে হৃত্বিক

২০১৬ সালের ভূয়া ই-মেইল কাণ্ডের জের ধরে জবানবন্দি দিতে শনিবার ভারতের মুম্বাই পুলিশ কমিশনারের দফতরে পৌঁছেছেন হৃতিক রোশন । কালো রঙের টি-শার্টের সঙ্গে কালো টুপি এবং মুখে মাস্ক পরে হাজির হয়েছেন এই বলিউড অভিনেতা।

ভুয়া ই-মেইল কাণ্ডে মুম্বাই পুলিশের সাইবার সেলে অভিযোগ দায়ের করেন হৃত্বিক রোশন। সেই মামলার জেরেই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং জবানবন্দি নেওয়া হবে।

হৃত্বিক অভিযোগ করেন, কে বা কারা তার নাম করে কোনও ভূয়া অ্যাকাউন্ট খুলে সেখান থেকে কঙ্গনাকে মেইল করতেন। যদিও কঙ্গনা রানৌত পালটা দাবি করেন, ওই ই-মেইল আইডি হৃতিক নিজেই ২০১৪ সালে তাকে দিয়েছিলেন। 

২০১৩-১৪ সালেও হৃতিক ও কঙ্গনার মধ্যে ওই একই আইডি থেকে মেইল আদান প্রদান হয়। সেই আইডির লগইন পাসওয়ার্ড অন্য কেউ পেয়ে কীভাবে কঙ্গনাকে মেইল করতে পারেন সেই প্রশ্ন তোলেন অভিনেত্রী।