• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২১, ০২:৫৬ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২৮, ২০২১, ০৩:২১ পিএম

পেছাল ‘স্ফুলিঙ্গ’ মুক্তির তারিখ

পেছাল ‘স্ফুলিঙ্গ’ মুক্তির তারিখ

কথা ছিল ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে মুক্তি পারে তৌকীর আহমেদ পরিচালিত সিনেমা স্ফুলিঙ্গ। কিন্তু সেটা আর হচ্ছে না। পরিচালক জানিয়েছেন, ১৯ মার্চ সারা দেশে মুক্তি পাবে সিনেমাটি। তবে ১৭ মার্চ হবে বিশেষ প্রদর্শনী।

তৌকীর বলেন, “যেহেতু বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ছবিটি নির্মিত হয়েছে, তাই এর বিশেষ উদ্বোধনী প্রদর্শনী আয়োজন করতে যাচ্ছি বঙ্গবন্ধুর জন্মদিন অর্থাৎ ১৭ মার্চে। কিন্তু ছবিটি হলে মুক্তি পাবে শুক্রবার, ১৯ মার্চে। ছুটির দিনে মুক্তি দিলে জনসাধারণের জন্য হলে আসতে সুবিধা হবে।”

তিনি আরো বলেন, “আমি সাধারণত কখনো বলি না যে, ছবি দেখতে হলে আসুন। ছবি ভালো হলে দর্শক আগে হোক বা পরে—দেখবেই। স্ফুলিঙ্গের বেলায়ও একই কথা বলব। এতটুকুই বলি, সিনেমাহলে এসে ছবিটি দেখতে আপনাদের খারাপ লাগবে না নিশ্চিত।”

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নির্মিত স্ফুলিঙ্গ সিনেমাটি প্রযোজনা করছে স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশন। গত বছরের ১১ই ডিসেম্বর থেকে রাজেন্দ্রপুরের নক্ষত্রবাড়ি রিসোর্টে সেট তৈরি করে সিনেমাটির শুটিং শুরু হয়। মাত্র ২৩ দিনের মধ্যে শুটিং শেষ করা হয়েছে এই সিনেমার।

স্ফুলিঙ্গ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন শ্যামল মাওলা, জাকিয়া বারী মম ও পরীমনি। এই ছবির মাধ্যমে দীর্ঘ তেরো বছর পর আবার তৌকীরের পরিচালনায় অভিনয় করতে যাচ্ছেন মম। এর আগে তৌকীরের দারুচিনি দ্বীপ সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। এছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান, আবুল হায়াত, মামুনুর রশীদ, শহীদুল আলম সাচ্চুসহ আরো অনেকে।