• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২২, ২০২১, ০৪:২৬ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২২, ২০২১, ০৪:২৬ পিএম

কারফিউ দেওয়া উচিত, বললেন সুবর্ণা মুস্তাফা

কারফিউ দেওয়া উচিত, বললেন সুবর্ণা মুস্তাফা

দেশে করোনা সংক্রমণ বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার ঘোষিত ‘সর্বাত্মক লকডাউন’ চলমান। তাতেও যেন কিছু হচ্ছে না। বেড়েই চলেছে সংক্রণ ও মৃত্যু হার। 

করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে উদ্বিগ্ন দেশের জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ সুবর্ণা মুস্তাফা। সেই উদ্বেগ প্রকাশ করলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তিনি মনে করেন, লকডাউন আরও জোড়ালো করা উচিত। প্রয়োজনে কারফিউ জারি করা উচিত।

সুবর্ণা মুস্তাফা লিখেছেন, “লকডাউন আরও জোড়ালোভাবে কার্যকর করা উচিত। আমরা এখনও মহামারীর ভয়াবহতার মুখোমুখি হইনি, কিন্তু সেদিকেই যাচ্ছি। প্রয়োজনে সরকারের উচিত কারফিউ জারি করা। কারণ জীবন আগে।”

করোনার দ্বিতীয় ঢেউয়ে সাধারণ মানুষের পাশাপাশি সংস্কৃতি ও বিনোদন জগতের মানুষেরাও আশঙ্কাজনকভাবে আক্রান্ত হচ্ছেন। গত কয়েক দিনের মধ্যে মারা গেছেন চিত্রনায়িকা কবরী, অভিনেতা মহসিন, কণ্ঠশিল্পী মিতা হক এর মতো গুণী মানুষরা।