• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১০, ২০২১, ০১:০১ পিএম
সর্বশেষ আপডেট : মে ১০, ২০২১, ০১:০১ পিএম

করোনা তহবিলে অমিতাভ বচ্চনের অনুদান

করোনা তহবিলে অমিতাভ বচ্চনের অনুদান

ভারতে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে। অক্সিজেনের অভাবে মারা যাচ্ছে মানুষ। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে সে দেশের সরকার। এরকম অবস্থায় বিত্তবানরা সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। অর্থ দান করছেন করোনা তহবিলে। অনেক বলিউড তারকারও এগিয়ে এসেছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন অমিতাভ বচ্চন।

ভারতের গণমাধ্যম সূত্রের খবর, দিল্লির রাকাবগঞ্জ গুরুদ্বারের কোভিড কেয়ার তহবিলে দুই কোটি টাকা অনুদান দিয়েছেন বিগ বি। অমিতাভের এই অনুদানের কথা জানিয়েছেন দিল্লি শিখ গুরুদ্বারা ম্যানেজমেন্ট কমিটির প্রেসিডেন্ট মনজিন্দার সিং সিরসা।

তিনি জানিয়েছেন, শিখদের কাজের জন্য তাদের স্যালুট। শ্রী গুরু তেঘ বাহাদুর কোভিড কেয়ার ফেসিলিটিতে দুই কোটি টাকা অনুদান দেওয়ার সময় এমন কথাই বলেছেন অমিতাভ বচ্চন। এর পাশাপাশি বিদেশ থেকে অক্সিজেন কনসেনট্রেটর আনা হবে এই তহবিলের টাকায়; সে ব্যাপারেও নিশ্চিত হয়েছেন অমিতাভ।