• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ২৫, ২০২১, ০৩:৪২ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ২৫, ২০২১, ০৩:৪২ পিএম

রাজ কুন্দ্রার পর্নকাণ্ডে নতুন মোড়

রাজ কুন্দ্রার পর্নকাণ্ডে নতুন মোড়
শিল্পা শেঠী ও রাজ কুন্দ্রা ● ইন্টারনেট

পর্নকাণ্ডে নতুন মোড়। রাজ কুন্দ্রার ৪ কর্মচারী তার বিরুদ্ধে সাক্ষী হয়েছেন। মুম্বাই পুলিশ সূত্রে খবর মিলছে এমনটাই।

অভিযোগ, জিজ্ঞাসাবাদের সময়ে পুলিশের সঙ্গে সহযোগিতা করছেন না রাজ। ফলে মামলা কোন দিকে এগোবে, তার অনেকটা নির্ভর করছে রাজের এই ৪ কর্মচারীর বয়ানের ওপর।

পর্ন তৈরি এবং এই ব্যবসা চালানোর জন্য রাজ কীভাবে টাকা বিনিয়োগ করতেন, সেই বিষয়ে তদন্ত করছে অপরাধ দমন শাখা। রাজের বাণিজ্যিক এবং আর্থিক বিষয়ে এই ৪ কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করা হবে।

ম্যাজিস্ট্রেটের সামনে তাদের বয়ান রেকর্ড হবে। 

পাশাপাশি রাজের বিরুদ্ধে শুরু হতে পারে আর্থিক দুর্নীতির তদন্ত। পর্নোগ্রাফির ব্যবসা থেকে প্রাপ্ত অর্থ কি অনলাইন বেটিংয়ে লাগাতেন রাজ কুন্দ্রা ? এমনই সন্দেহ থেকে আর্থিক দুর্নীতি এবং বিদেশি মুদ্রা আইন লঙ্ঘনের অভিযোগ দায়ের হতে পারে রাজের নামে।পুরো বিষয়টি খতিয়ে দেখতে ২৬ জুলাই, সোমবারের পর যে কোনও দিন তদন্তে নামবে ইডি।

শনিবার (২৪ জুলাই) রাজের ‘ভিয়ান ইন্ডাস্ট্রিজ’-এ আরও একবার তল্লাশি চালিয়ে একটি গুপ্ত লকারের সন্ধান পায় মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা। সেখান থেকে রাজের ব্যবসা এবং ক্রিপ্টোকারেন্সি সম্পর্কিত প্রচুর নথি উদ্ধার হয়েছে। আনন্দবাজার।

জাগরণ/এসএসএকে