• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ২৯, ২০২১, ১১:৪৪ এএম
সর্বশেষ আপডেট : জুলাই ২৯, ২০২১, ১১:৪৪ এএম

ব্যবসায়িক চুক্তি ভঙে রাজ-শিল্পাকে ৩ লাখ টাকা জরিমানা

ব্যবসায়িক চুক্তি ভঙে রাজ-শিল্পাকে ৩ লাখ টাকা জরিমানা
রাজ কুন্দ্রা ও শিল্পা শেঠী ● কলকাতা টিভি

ভারতে রাজকুন্দ্র-শিল্পা শেঠি দম্পতি ও ভিয়ান ইন্ডাস্ট্রিজকে ৩ লাখ রুপি জরিমানা করেছে দ্য সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড-এসএবিআই।

২০১৫ সালে ৪ ব্যক্তির কাছে ৫ লাখ শেয়ার বিক্রি করে ভিয়ান ইন্ডাস্ট্রিজ। তবে এতে মানা হয়নি নিয়ম। পুলিশের তদন্তে এই অনিয়মের সত্যতা পাওয়ায় এ জরিমানা করলো নিয়ন্ত্রক সংস্থা। 

২৮ জুলাই (বুধবার) রাজকুন্দ্রের আরেকটি জামিন খারিজ করে দিয়েছেন আদালত। 

পর্নোফিল্ম তৈরি এবং ‘হট-শটস’ নামের অ্যাপের মাধ্যমে তা ছড়িয়ে দেয়ার অভিযোগে ১৯ জুলাই গ্রেফতার হন শিল্পার স্বামী। এ ঘটনায় মোট ৯ জনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে রাজের বিরুদ্ধে গুরুতর সব তথ্য পাওয়ার দাবি করেছে মুম্বাই পুলিশ। সন্দেহভাজন তালিকায় আছেন শিল্পাও। পরে মুম্বাই পুলিশের অপরাধ দমন বিভাগ কানপুরে থাকা রাজ কুন্দ্রের দুটি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে।

কানপুরে স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় রাজের দুটি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে পুলিশ। এরই মধ্যে রাজের কোম্পানি ভিয়ান ইন্ড্রাস্টিজের পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন তিনি।

জাগরণ/এসএসকে/এমএ