• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২১, ১১:০৫ এএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২০, ২০২১, ০৬:১৯ পিএম

৫০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে নিরব-বুবলির ‍‍`চোখ‍‍`

৫০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে নিরব-বুবলির ‍‍`চোখ‍‍`
সংগৃহীত ছবি

করোনার ধকল কাটিয়ে আবারও সরব হতে চলেছে ফিল্ম ইন্ডাস্ট্রি।

লকডাউনের কারণে গত দেড় বছর ধরেই থেমে থেমে হয়েছে চলচ্চিত্রের শুটিং। কয়েক দফা সিনেমা হল খুললেও বড় বাজেটের কোনও চলচ্চিত্র মুক্তির সাহস করেননি প্রযোজকরা।

নিউ নরমালে এসে আগামী ১ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ঢাকাই ছবির আলোচিত নায়িকা শবনম বুবলী ও জনপ্রিয় অভিনেতা নিরবের ‘চোখ’ সিনেমা। এই তথ্য জানান চলচ্চিত্রটির প্রযোজনা সংস্থা শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান।

তিনি বলেন, করোনার পর এখন ৫০টির মতো সিনেমা হল চালু রয়েছে। এই ৫০টি হলেই আমরা সিনেমা মুক্তির পরিকল্পনা করছি।

ছবির ব্যবসায়িক সফলতার বিষয়ে সেলিম খান বলেন, চলচ্চিত্রের ব্যবসা মূলত ভাগ্যের বিষয়। তবে আমি ছবিটি দেখেছি। দর্শক ছবিটি দেখবেন এবং এটি ব্যবসা সফল হবে বলে আশাবাদী আমি।

নায়িকা বুবলীর অভিনয় নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, বুবলী অনেক ভালো অভিনয় করেছেন। শুধু বুবলী একাই না, নিরব, রোশান, শহীদুজ্জামান সেলিম সবাই দারুণ অভিনয় করেছেন।

‘চোখ’ ছবির কাহিনি ও পরিচালনায় ছিলেন আসিফ ইকবাল জুয়েল।

জাগরণ/এমএ