• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ৩, ২০২১, ১১:১৪ এএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ৩, ২০২১, ১১:১৪ এএম

‘মানিকে মাগে হিথে’র শিল্পী ইয়োহানি আহত

‘মানিকে মাগে হিথে’র শিল্পী ইয়োহানি আহত
সংগৃহীত ছবি

‘মানিকে মাগে হিথে’ গানের শিল্পী ইয়োহানি আহত হয়েছেন।

ভারতের কনসার্টের মঞ্চে মারাত্মক আঘাত পেয়েছেন তিনি।

শনিবার (২ অক্টোবর) চোখের নিচে আঘাতের চিহ্ন সহ একটি ছবি তিনি শেয়ার করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। 

তিনি লেখেন, ‘স্টেজ শো করতে গিয়ে একটি দুর্ঘটনা ঘটে। গানের মধ্যে এতটাই ডুবে গিয়েছিলাম যে দুর্ঘটনাবশত গিটারের মাথায় প্রচণ্ড জোরে বাড়ি খাই। মুখে বেশ লেগেছে। আঘাতটা যে এত গুরুতর, সেটা প্রথমে বুঝতে পারিনি।’  

ইয়োহানি জানিয়েছেন, তিনি থামছেন না। ভারতে আরও একটি কনসার্টে গাইবেন তিনি।  হায়দরাবাদের গাছিবাওলি এলাকার একটি কফিশপে রয়েছে তার লাইভ শো।

ইয়োহানির পুরো নাম ইয়োহানি ডিলোকা ডি সিলভা। তার জন্ম শ্রীলঙ্কায়। বাবা সেনা কর্মকর্তা ও মা বিমানবালা। ইয়োহানি লজিস্টিক ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেছেন। তার গাওয়া ‘মানিকে মাগে হিথে’ শ্রীলঙ্কা ছাড়াও ভারত ও বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। ইন্ডিয়া টিভি। 

জাগরণ/এমএ