• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২১, ০১:২৫ এএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২৬, ২০২১, ০৭:৩৩ এএম

এ কী সাজে নাচলেন, নাচালেন পরীমণি!

এ কী সাজে নাচলেন, নাচালেন পরীমণি!
সংগৃহীত ছবি

জন্মদিন উদযাপন নিয়ে পরীমণি চমক দেন বরাবরই। এবারও তার ব্যতিক্রম হলো না।

রাজধানীর পাঁচ তারকা হোটেলে মধ্যরাতে পরীমণি চমকে দিলেন উড়োজাহাজের ককপিটের আদলে তৈরি মঞ্চে নেচে।  

গত বছর পরীমণির জন্মদিনের থিম ছিল ময়ূর। সেই আয়োজনে পরীমণি থিম নিয়ে বলার সময় পিকক বলতে গিয়ে ভুলবশত বলেছিলেন, ‘ককপিট’। এবারের জন্মদিনে সেই ককপিটই যেনো তৈরি করে দেখালেন, মানে কৌশলে ট্রোলের জবাবও দিলেন। 

এবার পরীমণির জন্মদিনের থিম কালার ছিলো সাদা-লাল।

শুভ্রতা ও লালের শক্তি বোঝাতেই এমন রংবিন্যাস বলে জানান তিনি। অনুষ্ঠানে যোগ দিতে অতিথিদের জন্য দিয়েছিলেন সাদা-লালের ড্রেসকোড। লাল-সাদা পোশাক পরেই অতিথিরা হাজির হন পরীর অনুষ্ঠানে।  

রোববার (২৪ অক্টোবর) রাতে লাল-সাদা আর বর্ণিল আলোর ঝলকানিতে পরী যেন দেখালেন আনন্দে বাঁচার ধরণ। রাত ১০টার দিকে হলরুমে তৈরি বিমানের সিঁড়ি ধরে নেমে আসেন পরী। কিছুক্ষণ চলে ফটোসেশন। ব্যাকগ্রাউন্ড মিউজিকে র‍্যাপার বাদশার ‘বাউলা’ গান বাজতে থাকে। গানের তালে নাচতে নাচতে পরীমণি এগিয়ে যান অতিথিদের মধ্যে। তখন তার পরনে লাল জামা, সাদা ধুতি, মাথায় সাদা পাগড়ি। নেচে গেয়ে মাতান আসর। মেতে উঠেন আমন্ত্রিত অতিথিরাও। 

জন্মদিন উদযাপনে ‘গুণিন’ ওয়েব ফিল্মের শুটিং সেট থেকে ছুটি নিয়ে ঢাকায় ফেরেন এই চিত্রনায়িকা। এবারে তার আমন্ত্রণপত্রে লেখা ছিল— ‘বিশুদ্ধ আত্মা নিয়ে আমার কাছে এসো। এরপর সারাজীবন আমার সঙ্গে ওড়ো’।

কথাটির বাস্তবায়নও যেন দেখা গেল আয়োজনস্থলে। স্লোগান ছিল ‘ফ্লাই উইথ পরীমণি’।

জাগরণ/এমএ