• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২২, ০৪:৪১ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২৮, ২০২২, ০৪:৪১ পিএম

ভোট দিয়ে যা বললেন জাহিদ-মৌ দম্পতি

ভোট দিয়ে যা বললেন জাহিদ-মৌ দম্পতি

২৮ জানুয়ারি শুক্রবার সকাল ৮টা থেকেই চলছে উৎসবমুখর পরিবেশে অভিনয়শিল্পী সংঘের নির্বাচন। রাজধানীর শিল্পকলা একাডেমিতে দিন বাড়ার সঙ্গে সঙ্গেই তারকাদের সংখ্যা বাড়তে থাকে। অন্যান্য অভিনয়শিল্পীদের মতো হাজির ভোট দিতে হাজির হয়েছিলেন জাহিদ-মৌ দম্পতিও। দুপুর ১টার পরে ভোট দিতে এসে তারা উভয়েই মুগ্ধতা প্রকাশ করেন।

ভোট দেওয়া শেষে অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ বলেন, ‘ভোট দিয়েছি পছন্দের শিল্পীদের। আমি আশা করি যাদের ভোট দিলাম। যারা বিজয়ী হবেন তাদের জন্য অগ্রীম শুভেচ্ছা। কমিটি গঠন করে অবশ্যই তারা শিল্পীদের নিয়ে কাজ করবেন। ভালো ভালো চিন্তা করবেন। এটাই আমার প্রত্যাশা।’

অন্যদিকে জাহিদ হাসান বলেন, ‘এর আগেও ভোট দিয়েছি। এ বছর একটু দেরি হয়ে গেল দিতে। সবসময়ই আমি বলি, আমাদের এই অভিনয়শিল্পী সংঘের নির্বাচনটি হয় উৎসবমুখর পরিবেশে। এবারও ঠিক তা-ই হচ্ছে। অনেক দিন পর সবাইকে একসঙ্গে দেখতে পেয়ে খুবই ভালো লাগছে। আমি আনন্দিত। সবাই মিলে মিশেই শিল্পীদের জন্য ভালো কাজ করবেন। শিল্পীরা যেন এগিয়ে যেতে পারে। সবার জন্য ভালোবাসা।’

অভিনয় শিল্পী সংঘের এ নির্বাচন প্যানেলভিত্তিক নয়। তাই স্বতন্ত্র প্রার্থী হিসেবে ২১টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা লড়ছেন ৪৮ জন অভিনয়শিল্পী। মোট ভোটার সংখ্যা ৭৪৮ জন।

ইউএম