• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২২, ০৭:৩৫ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ৯, ২০২২, ০১:৩৬ এএম

যে আলোচনা হলো শিল্পী সমিতির জরুরি বৈঠকে

যে আলোচনা হলো শিল্পী সমিতির জরুরি বৈঠকে

এ যেন এক সিনেমার গল্প। ক্ষণে ক্ষণে তার ধরন বদলাচ্ছে। এই গল্পের নাম ‘বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন’। যতই দিন গড়াচ্ছে এবারের নির্বাচনের সাধারণ সম্পাদক পদটি নিয়ে ততই জল ঘোলা হচ্ছে। নির্বাচনের প্রচার-প্রচারণা থেকে শুরু করে এখন পর্যন্ত সাধারণ সম্পাদক পদে কে বিজয়ী তা নিয়ে হাইকোর্টে মামলা হয়েছে।

বিষটি নিয়ে মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) এফডিসিতে আবারও চলচ্চিত্রের ১৮ সংগঠনের নেতাকর্মীরা এক হয়েছিলেন। মূলত জরুরি একটি বৈঠকের আয়োজন করা হয় বিকেলে। তবে এই বৈঠক হওয়ার আগ পর্যন্ত আলোচনা চলছিল জায়েদ খানকে নিয়ে। তার বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিতে চলেছেন সবাই।

  আরও পড়ুন... কঠোর সিদ্ধান্ত আসছে জায়েদ খানের বিষয়ে

তবে তাদের জরুরি এই বৈঠকে নতুন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, হয়েছে আলোচনা। সেই আলোচনায় জায়েদ খানের বিষয়ে কোনো কথা হয়নি। কারণ, তাদের কাছে জায়েদ খান কোনো বিষয়ই না। বরং তারা সবাই মিলে আলোচনা করেছেন, কীভাবে নতুন কমিটি নিয়ে চলচ্চিত্র শিল্পী ও শিল্পের উন্নয়ন করা সম্ভব।

আগামী দুই বছরে কীভাবে চলচ্চিত্রে আবারও সুদিন ফিরিয়ে আনা যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন বতর্মান কমিটির সহ-সাধারণ সম্পাদক সাইমন সাদিক। তিনি বলেন, ‘ব্যাপারটি এখন উচ্চ আদালতের বিষয়। এ নিয়ে আমাদের কথা বাড়িয়ে আর লাভ নেই। তবে নিপুণ আপা আমার সব দিক দিয়েই সিনিয়র। তাই পুরো সাপোর্ট আমাদের থাকবে। জরুরি বৈঠক শেষে বিনোদন সাংবাদিকদের একাংশের সঙ্গে কথা বলেন এ চিত্রনায়ক।